নিউজ ডেস্ক - মঙ্গলবার রাতে ঘণ্টাখানেক জন্য থমকে গিয়েছিল ফেসবুক এবং ইনস্টাগ্রাম। এই দিন প্রায় রাত ৯ টার সময়ে নিজে থেকেই ফেসবুক অ্যাকাউন্ট লগ-আউট হয়ে গিয়েছিল এবং ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট থিক মতো কাজ করছিল না । এই ঘটনার সম্মুখিন হলেন ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারী মানুষদের। কার্যত ফেসবুক থেকে লগ-আউট হয়ে যাওয়ায় অনেকে মানুষ ভেবেছিলেন যে অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছে। কেউ-কেউ লগইন করতে না পারায় আবার পাসওয়ার্ড পালটানোর চেষ্টা করেছিলেন । এরপরই যখন তাঁরা জানতে পারেন যে অন্যান্যদেরও একই পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে তখন তাঁরা কিছুটা শান্তি অনুভব করেন। কিন্তু এইসবের মধ্যেও সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা উঠে পরে। মূলত এক্সে ছড়িয়ে পড়েছে অসংখ্য মিম। ফেসবুক ও ইনস্টাগ্রাম যেহেতু অফ ছিল তাই মিম শেয়ার করা শুরু হয়ে না হোয়্যাটসঅ্যাপে ।
অনলাইনে বিভিন্ন পরিষেবা ব্যাহত হওয়ার উপর নজরদারি সংস্থার "ডাউন ডিটেক্টর"-র (Downdetector) তথ্য অনুযায়ী জানা যায় যে মঙ্গলবার রাত ৮ টা ৪৭ মিনিটে ফেসবুক নিয়ে ১০,১১৫টি অভিযোগ জমা পড়েছে। যা রাত ৯ টা ৫ মিনিটে বেড়ে দাঁড়ায় ২৬,৮৯৮। অথচ রাত ৮ টা ১৭ মিনিটেই সেরকম অভিযোগের সংখ্যা ছিল মাত্র দুই। অন্যদিকে, রাত ৮ টা ৩৪ মিনিটে যেখানে একটিও অভিযোগ জমা পড়েনি, সেখানে রাত ৯ টা ৪ মিনিটে সেই সংখ্যাটা দাঁড়িয়েছে ১৩৩।
Tags
India