নির্ঘন্ট প্রকাশের একদিন পরেই সরিয়ে দেওয়া হল ডিজি রাজীব কুমারকে, দায়িত্ব পেলেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব থেকে অপসারিত‌ অফিসার

 নিউজ ডেস্ক: শনিবারই লোকসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। দিনক্ষণ প্রকাশের পাশাপাশি নির্বাচন বিধি ও ভোট হিংসা নিয়ে কড়া বার্তা দিয়েছে নির্বাচন কমিশন।আর তার একদিন পরেই রাজ্যের জন্য বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন।


লোকসভা নির্বাচনের আগেই সোমবার রাজ্য পুলিশে বড়সড় রদবদল করলো নির্বাচন কমিশন রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল হিসেবে দায়িত্বপ্রাপ্ত রাজীব কুমার কে ইলেকশন সংক্রান্ত সমস্ত রকম দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল নির্বাচন কমিশনের নির্দেশে।

কয়েক মাস আগেই রাজ্য পুলিশের ডিজি পদের নিযুক্ত হয়েছিলেন আইপিএস রাজীব কুমার । সোমবার সেই ডিজি পথ থেকেই রাজীব কুমারকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেয় নির্বাচন কমিশন। পাশাপাশি নির্বাচন কমিশনের তরফে রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছিল ডিজে পদের উপযুক্ত এমন তিনজনের নাম বিকেল পাঁচটার মধ্যে নির্বাচন কমিশনে জমা দিতে হবে। তার মধ্য থেকেই একজনকে নতুন ডিজি হিসেবে নিযুক্ত করবে নির্বাচন কমিশন কিন্তু দেখা যায় বিকেল পাঁচটার আগেই নতুন ডিজির নাম ঘোষণা করা হয়। নতুন ডিজে হিসেবে দায়িত্ব নিলেন আই পি এস বিবেক সহায়।

রাজ্যের তরফে, কোন তিনজনের নাম পাঠানো হয়েছিল তার তালিকা প্রকাশ করা হয় নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে। তালিকায় সবার ওপরেই ছিল বিবেক সহায়ের নাম।

অন্যদিকে রাজ্য পুলিশের ডিজি পথ থেকে সরিয়ে রাজীব কুমার কে দায়িত্ব দেওয়া হয়েছে তথ্য ও প্রযুক্তি বিভাগে।অতিরিক্ত মুখ্য সচিব হিসেবে কাজ করবেন তিনি।


উল্লেখ্য এক সময় মুখ্যমন্ত্রীর ডিরেক্টর অব সিকিউরিটি পদে ছিলেন বিবেক সহায়। তার কার্যকালে ২০২২ সালে নিরাপত্তা রক্ষীদের নজর এড়িয়ে লোহার রড হাতে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকে পড়েছিলেন হাফিজুল মোল্লা নামে এক যুবক। পরে ওই যুবককে আটক করে কালীঘাট থানার পুলিশ। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই নিরাপত্তা সংক্রান্ত প্রশ্নের মুখে পড়েন বিবেক সহায় । তারপরেই তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। ২০২৪ লোকসভা নির্বাচনে ফের একবার বড় দায়িত্ব পেলেন বিবেক সহায়।

Shrabani Munsi

শ্রাবণী মুন্সী। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতন থেকে সংস্কৃত বিষয়ে স্নাতকোত্তর। আকাশবাণী কলকাতার যুববাণী বিভাগের উপস্থাপিকা। সাংবাদিকতার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। কাজকর্ম ও পড়াশোনার পাশাপাশি আবৃত্তি চর্চা ও গল্পের বই পড়ার অভ্যেস রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন