হোলির মেজাজে কতটা মজবেন সুরাপ্রেমীরা? কী বলছে আবগারি দফতর


নিউজ ডেস্ক : আগামী সপ্তাহের সোমবারই অর্থাৎ ২৫ মার্চ রঙের উৎসবে মেতে উঠবে গোটা দেশ। মদ বিক্রেতারা জানিয়েছে, "হোলির আগে সবচেয়ে বেশি চাহিদা রয়েছে প্রিমিয়াম হুইস্কির। রবিবারের মধ্যে যা রেকর্ড স্পর্শ করতে পারে। এর মধ্যে আবার গ্লেনফিডিচ, মাঙ্কি শোল্ডার, বালভেনি ও হেনড্রিকস জিনের মতো ব্র্যান্ডগুলি বিক্রি লাফিয়ে লাফিয়ে বাড়ছে"।আবগারি দফতরের নিয়ম অনুযায়ী, "২৫ মার্চ হোলির দিনে বন্ধ থাকবে সমস্ত মদের দোকান। উৎসবের দিনটিকে ড্রাই ডে হিসেবে ঘোষণা করা হয়েছে। দোলের আগের দিন রাত সাড়ে ১০টা পর্যন্ত মদ কিনতে পারবেন সুরাপ্রেমীরা। এই সময়ের মধ্যে অনলাইনেও কেনা যাবে স্কচ, হুইস্কি, ভদকা বা রাম"।

সূত্রের খবর, "হোলির দিনে বেশ কয়েকটি ডিপার্টমেন্টাল স্টোরের ভিতরের কাউন্টার থেকে বিক্রি হবে মদ। তবে সকালের দিকে বন্ধ থাকবে সেই দোকানও। বিকেল ৪টের পর ওই কাউন্টারগুলিতে ভিড় জমাতে পারবেন সুরাপ্রেমীরা।প্রতি বছর জানুয়ারির গোড়ায় ড্রাই ডের তালিকা প্রকাশ করে আবগারি দফতর। সেই লিস্ট অনুযায়ী, এবার মার্চে মহাশিবরাত্রির দিন বন্ধ ছিল মদের দোকান। আবার ২৯মার্চ গুড ফ্রাই ডে থাকায় সেদিনও থাকবে ড্রাই ডে"।

Monisha Roy

মনীষা রায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্যে স্নাতকোত্তর ছাএী।পরবর্তীতে জার্নালিজম নিয়ে পড়াশোনা ।দেশভাগের সাহিত্য আলোচনা।মাঝেমধ্যে একটু আকিবুকি কাটা পাশাপাশি ছন্দ মিলিয়ে কবিতা লেখা।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন