সন্তান সম্ভবা দীপিকা, জন্মের আগেই নামের তালিকা রণবীরের হাতে

নিউজ ডেস্ক: বৃহস্পতিবার ই মিলেছে শিলমোহর। বলিউডে হট কাপলের ঘরে আসতে চলেছে নতুন অতিথি। মা হতে চলেছেন বলি ডিভা দীপিকা পাড়ুকোন। ২৯ তারিখ সোশ্যাল মিডিয়ায় সন্তান আসার জল্পনায় শিলমোহর দিয়েছেন বলি সেলেব জুটি। আগামী সেপ্টেম্বরেই মা বাবা হচ্ছেন দীপিকা ও রণবীর। এই খবরের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভরে উঠেছে একের পর এক শুভেচ্ছা বার্তায়। তবে জানেন কি সন্তান আসার আগেই সন্তানের নাম ঠিক করে ফেলেছিলেন বাবা রণবীর সিং।




এক সাক্ষাৎকারে রণবীর জানান, তাঁরা অনেক আগেই সন্তানের পরিকল্পনা করে ফেলেছিলেন। এমনকি সন্তানের নামের তালিকাও তৈরি করে ফেলেছিলেন তিনি। রণবীর  সাক্ষাৎকারে জানিয়ে ছিলেন যে, ‘আমি তো নামের একটা লিস্ট তৈরি করছি। সন্তান হলে নাম রাখব সৌর্যবীর সিং।’ সৌর্যবীর নামে সাহস, যিনি সাহসী। শক্তির রূপ। 

তবে রণবীর এও জানান যে তিনি কন্যা সন্তান ই চান।কারণ কন্যা অনেক বেশি পারিবার কেন্দ্রিক। এবং তিনি নারী শক্তিতে বিশ্বাসী।

অন্যদিকে দীপিকাও ভীষণভাবে সন্তান ভালোবাসেন। একাধিক সাক্ষাৎকারে  এই বিষয়ে খোলাখুলি কথাও বলতে দেখা যায় তাকে। এক সাক্ষাৎকারে দীপিকা জানিয়েছিলেন,'আমি শিশু ভীষণ পছন্দ করি। আমি যদি এই পেশায় না থাকতাম, তবে এমন কোনও পেশার সঙ্গে নিজেকে যুক্ত রাখতাম, যেখানে শিশুরা আমার চারপাশে ঘুরবে। মৃত্যুর আগে আমি একটা বিষয় করতে চাই, আর তা হল অনেক সন্তানের জন্ম দেওয়া। আমার মনে হয়, সন্তান ছাড়া একটি মানুষ পরিপূর্ণ হয় না। তাই আমি অনেক সন্তানের জন্ম দিতে চাই।’


আর এবার বলি সুন্দরীর সেই ইচ্ছাই পূরণ হতে চলেছে। ছয় বছরের বিবাহিত জীবনে প্রথম সন্তান আসতে চলেছে রণবীর ঘরনীর কোলে।

Shrabani Munsi

শ্রাবণী মুন্সী। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতন থেকে সংস্কৃত বিষয়ে স্নাতকোত্তর। আকাশবাণী কলকাতার যুববাণী বিভাগের উপস্থাপিকা। সাংবাদিকতার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। কাজকর্ম ও পড়াশোনার পাশাপাশি আবৃত্তি চর্চা ও গল্পের বই পড়ার অভ্যেস রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন