বিরাট বনাম গম্ভীরের লড়াই শুরু হয়েছিল কেকেআর-আরসিবি থেকেই। গম্ভীর তখন কেকেআরের ক্যাপ্টেন।বিরাট আরসিবির ক্যাপ্টেন। বেঙ্গালুরুর স্টেডিয়ামে একটা ম্যাচে মাঠেই প্রকাশ্যে ঝামেলায় জড়িয়েছিলেন বিরাট ও গম্ভীর। প্রায় হাতাহাতির পর্যায়ে চলে গিয়েছিল পরিস্থিতি। তার পর সময় যত গড়িয়েছে, দিল্লির দুই ক্রিকেটারের ঝামেলার মেয়াদও বেড়েছে। লখনউ সুপার জায়ান্টসের মেন্টর থাকাকালীন এই ঝামেলায় চরমে উঠেছিল। ম্যাচের ঝামেলায় ডাগআউট থেকে জড়িয়ে পড়েছিলেন বিরাট ও গম্ভীর।
অনেক দিন পর আবার কেকেআরে ফিরেছেন গম্ভীর। তাঁর টিম ঘরের মাঠে আইপিএলের প্রথম ম্যাচে হারিয়েছে সানরাইজার্স হায়দবাদকে। আরসিবি আবার চেন্নাইয়ের বিরুদ্ধে আইপিএলের উদ্বোধনী ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে পঞ্জাবকে হারিয়ে জয়ে ফিরেছেন ফাফরা। কিন্তু এ সব অঙ্ক, হিসেব তুচ্ছ হয়ে যেতে পারে বিরাট ও গম্ভীরের কাছে। এক সময় যাঁরা কাছে ‘ভাইয়া’ ছিলেন গম্ভীর, সেই বিরাটের সঙ্গে তাঁর সম্পর্ক মোটেও ভালো নয়। ম্যাচের পর দুটো টিমের ক্রিকেটাররা একে অপরের সঙ্গে সৌহার্দ বিনিময় করেন।