আগামী শুক্রবার বিরাট বনাম গম্ভীরের লড়াই দেখা যাবে কিনা সেই নিয়ে অপেক্ষায় আছেন অনেকে

নিউজ ডেস্ক - কেকেআর বনাম আরসিবি , সেই ম্যাচ যার অপেক্ষা ভারতের অনেক সমর্থকরা করছেন। ফাফ দু’প্লেসি আরসিবিকে নিয়ে নামবেন চিন্নাস্বামী স্টেডিয়ামে । ফের দেখা যাবে আন্দ্রে রাসেলর চার-ছয়ের রোমাঞ্চকর রাত। ডেথ ওভারে আবার হিরো হবেন দীনেশ কার্তিক। আর থাকবেন বিরাট কোহলি (Virat Kohli)। যিনি গত ম্যাচেই দুরন্ত হাফসেঞ্চুরি করেছেন।গৌতম গম্ভীর (Gautam Gambhir) বনাম বিরাট কোহলি। দুই ক্রিকেটারের লড়াই মুম্বই বনাম চেন্নাই কিংবা কেকেআর বনাম মুম্বইয়ের মতো হটচ ফেভারিট ম্যাচের থেকেও আইপিএলে অনেক বেশি উত্তেজক।

বিরাট বনাম গম্ভীরের লড়াই শুরু হয়েছিল কেকেআর-আরসিবি থেকেই। গম্ভীর তখন কেকেআরের ক্যাপ্টেন।বিরাট আরসিবির ক্যাপ্টেন। বেঙ্গালুরুর স্টেডিয়ামে একটা ম্যাচে মাঠেই প্রকাশ্যে ঝামেলায় জড়িয়েছিলেন বিরাট ও গম্ভীর। প্রায় হাতাহাতির পর্যায়ে চলে গিয়েছিল পরিস্থিতি। তার পর সময় যত গড়িয়েছে, দিল্লির দুই ক্রিকেটারের ঝামেলার মেয়াদও বেড়েছে। লখনউ সুপার জায়ান্টসের মেন্টর থাকাকালীন এই ঝামেলায় চরমে উঠেছিল। ম্যাচের ঝামেলায় ডাগআউট থেকে জড়িয়ে পড়েছিলেন বিরাট ও গম্ভীর। 

অনেক দিন পর আবার কেকেআরে ফিরেছেন গম্ভীর। তাঁর টিম ঘরের মাঠে আইপিএলের প্রথম ম্যাচে হারিয়েছে সানরাইজার্স হায়দবাদকে। আরসিবি আবার চেন্নাইয়ের বিরুদ্ধে আইপিএলের উদ্বোধনী ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে পঞ্জাবকে হারিয়ে জয়ে ফিরেছেন ফাফরা। কিন্তু এ সব অঙ্ক, হিসেব তুচ্ছ হয়ে যেতে পারে বিরাট ও গম্ভীরের কাছে। এক সময় যাঁরা কাছে ‘ভাইয়া’ ছিলেন গম্ভীর, সেই বিরাটের সঙ্গে তাঁর সম্পর্ক মোটেও ভালো নয়। ম্যাচের পর দুটো টিমের ক্রিকেটাররা একে অপরের সঙ্গে সৌহার্দ বিনিময় করেন। 

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন