ইনস্টাগ্রাম নিয়ে এলো নতুন চমক ! প্রিয় মানুষের সঙ্গে এবার খেলুন গেম...

ইনস্টাগ্রাম নিয়ে এলো নতুন চমক ! প্রিয় মানুষের সঙ্গে এবার খেলুন গেম...


ইনস্টাগ্রাম নিয়ে এসেছে নতুন চমক। অনেক তো হলো চ্যাট প্রিয় মানুষের সাথে।  চ্যাটের পাশাপাশি কখনো ইনস্টাগ্রাম এ কারোর সঙ্গে গেম খেলেছেন? শুনেই অবাক হলেন তো, ভাবছেন চ্যাটের সাথে  আবার কীভাবে গেম খেলা যায় তাও আবার ইনস্টাগ্রামে? ইনস্টাগ্রামে আর শুধুই চ্যাট নয়, এবার পছন্দের মানুষের সঙ্গে খেলুন গেমও।ফাঁকা সময় মানেই ইনস্টাগ্রামে বসে বসে রিল দেখা। আর পোস্ট করা। কিন্তু এই যে এত ইনস্টাগ্রাম ব্যবহার করেন, জানেন কী এর সমস্ত ফিচার? 


ইনস্টাগ্ৰাম একটি নতুন ফিচার  চালু করেছে যা ব্যবহারকারীদের চ্যাটের মধ্যে গেম খেলার সুযোগ করে দিয়েছে। শুধুমাত্র প্রিয়জনের সাথে চ্যাট করার বাইরে এই প্ল্যাটফর্মে নতুন একটা ফিচার চালু হয়েছে।  বিনামূল্যে সময় কাটানোর একটি মজাদার উপায় অফার করলো এই সোশ্যাল প্ল্যাটফর্মটি। ।  ইনস্টাগ্রামে গেম খেলতে, কেবল ইনবক্সে যান, কারোর একটা চ্যাট বক্স খুলুন, যে কোনও ইমোজি পাঠান এবং তারপরে গেমটি অ্যাক্সেস করতে ইমোজি টিপুন এবং ধরে রাখুন।   এই ফিচার টি উপভোগ করার জন্য নেই কোনো শর্ত। কি ভাবছেন এই ফিচার টি উপভোগ করার জন্য আপনার অনেক ফলোয়ারস থাকা আবশ্যিক? তার কোনো প্রয়োজন নেই।  অতিরিক্ত ফলোয়ার ছাড়াও এটি ব্যবহার করা যাবে।  ইনস্টাগ্রাম রিলগুলি স্ক্রোল করার মাধ্যমে এই  অ্যাপটিকে অনেকেই ডেটিং প্ল্যাটফর্ম হিসাবে ব্যবহার করে থাকে। কোনোরকম প্রতারণা ছাড়াই ইনস্টাগ্রামের নতুন ফিচার টি উপভোগ করুন।

Monisha Roy

মনীষা রায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্যে স্নাতকোত্তর ছাএী।পরবর্তীতে জার্নালিজম নিয়ে পড়াশোনা ।দেশভাগের সাহিত্য আলোচনা।মাঝেমধ্যে একটু আকিবুকি কাটা পাশাপাশি ছন্দ মিলিয়ে কবিতা লেখা।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন