আজ থেকেই চড়ছে তাপমাত্রার পারদ, গরমে হাঁসফাঁস আগামী সপ্তাহেই...দেখে নিন তাপমাত্রা নিয়ে কি বলছে হাওয়া অফিস

 নিউজ ডেস্ক:  পরিষ্কার আকাশ রোদ ঝলমলে সকাল দিয়ে শুরু হয়েছে সপ্তাহের শেষ দিন ভোরের দিকে হালকা ঠান্ডা আমেজ জানান দিচ্ছে ভরা বসন্ত চলছে। তবে এই বসন্তের মরশুম কত দিন উপভোগ করতে পারবে বঙ্গবাসী তাপমাত্রা নিয়ে কি বলছে হাওয়া অফিস দেখে নিন।


আলিপুর আবহাওয়া দপ্তরের খবর ভোরের দিকে হালকা ঠান্ডা আমেজ বজায় থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই আজ বাড়তে শুরু করবে তাপমাত্রা। আগামী কয়েক দিন ধারাবাহিকভাবে দিনের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে রাতের তাপমাত্রার কোন হেরফের হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আকাশ মূলত পরিষ্কার থাকবে আগামী কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা নেই। 

 আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতা ও তার আশেপাশের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে কুড়ি ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস ।


গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ ৩ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম। বাতাসও আপেক্ষিক আদ্রতার পরিমাণ সর্বোচ্চ ৬৩ শতাংশ। গত ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গে বৃষ্টি হয়নি।


Shrabani Munsi

শ্রাবণী মুন্সী। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতন থেকে সংস্কৃত বিষয়ে স্নাতকোত্তর। আকাশবাণী কলকাতার যুববাণী বিভাগের উপস্থাপিকা। সাংবাদিকতার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। কাজকর্ম ও পড়াশোনার পাশাপাশি আবৃত্তি চর্চা ও গল্পের বই পড়ার অভ্যেস রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন