ভোটের আগে সাত কেজি সোনা উদ্ধার করল বিএসএফ

নিউজ ডেস্ক - ভোটের ঠিক আগে বিপুল পরিমাণ সোনা উদ্ধার করল বিএসএফ। প্রায় ৪ কোটি ৭০ লক্ষ টাকার সোনা উদ্ধার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটে ভারত-বাংলাদেশ সীমান্তের হাঁসখালি থানা এলাকা। গোটা ঘটনায় গ্রেফতার হয়েছেন চারজন।

শুক্রবার দুপুরে গেদে স্টেশনে শিয়ালদহগামী ট্রেনে চিকিং করছিলেন জওয়ানরা। সেই সময় চারজনকে দেখে সন্দেহ হয় তাঁদের। তারপরই শুরু হয় নজরদারী। এরপর হাঁসখালি থানার ময়ুরহাট স্টেশনে চারজনকে নামিয়ে জিজ্ঞাসাবাদ করার পরই তাঁদের বয়ানে অসঙ্গতি ধরা পড়ে। অভিযুক্তদের তারপরই  আটক করা হয়। নিয়ে যাওয়া হয় সেনাবাহিনীর ক্যাম্পে।

বিএসএফ সূত্রের খবরে জানা গিয়েচ্ছে, অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার করা হয় প্রায় সাত কেজির মতো সোনা। কিন্তু তার কোনও পর্যাপ্ত নথি তারা দেখাতে পারেননি। কোথা থেকে সেই সোনা এসেছে, কীভাবে তাদের কাছে তা এল, সোনা নিয়ে কোথায় যাচ্ছিলেন তার কোনও কিছুরই নথি দেখাতে পারেননি তাঁরা। এরপরই এক ব্যক্তি সহ তিন জন মহিলাকে গ্রেফতার করেন বিএসএফ কর্মীরা।

ধৃতদের নাম হল, অপর্ণা বিশ্বাস, আশিমা মুহুরি ও মিতালী পাল। এরা সকলেই গেদে এলাকার বাসিন্দা। আর সৌমেন বিশ্বাসের বাড়ি চাঁদপুর উত্তর বিজয়পুর এলাকার বাসিন্দা। যদিও, সীমান্তবর্তী কর্মীদের কাছে তাঁরা স্বীকার করে নেন যে, তাঁরা গেদে এলাকার বাসিন্দা। এর আগেও বহুবার তাঁরা একইভাবে এই সীমান্তবর্তী এলাকা থেকে সোনা পাচার করেছেন।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন