নিউজ ডেস্ক - কোকিলের গান শোনা গেলেও কিন্তু শীতের আমেজ এখনও পুরোপুরি চলে যায়নি । বঙ্গের আবহাওয়ার পরিস্থিতি এখন অনেকটা এ রমকই। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা গত কয়েক দিনের থেকে আরও কিছুটা কমেছে। সোমবার সকালে শীতের অনুভব করেছেন কলকাতা বাসিন্দা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। কলকাতায় এটিই ছিল মার্চের শীতলতম ভোর।
তবে ভোরের দিকে ঠান্ডা ঠান্ডা ভাব থাকলেও বেলা গড়াতেই তা নিরুদ্দেশ হয়ে যায় কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে। বেলা বাড়তেই রোদও বাড়তে থাকে। তখন গরমের অস্বস্তি বেশ টের পাওয়া যাচ্ছে। আবহাওয়া অফিসের তরফেও দ্রুত হাওয়াবদলের ইঙ্গিত দেওয়া হয়েছে। ন্যূনতম তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি থাকলেও সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৭ ডিগ্রিতে পৌঁছে যাবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্যের জন্য অনেকেই সর্দি-কাশির সমস্যায় ভুগছেন।
কিন্তু বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতাতেও।
Tags
Weather Report