আমজনতার জন্য গঙ্গার নীচে দিয়ে যাওয়া মেট্রো চালু হওয়ার আগেই বিক্ষোভ




নিউজ ডেস্ক: হাতে রয়েছে আর মাত্র দু’টো দিন। তারপরেই  বহু জট কাটিয়ে শেষ পর্যন্ত ১৫ মার্চ থেকে সাধারণ মানুষদের জন্য খুলে যেতে চলেছে গঙ্গার নিচের  মেট্রোর দরজা। তার মধ্যেই দেখা যাচ্ছে সিঁদুরে মেঘ। মেট্রো চলাচল শুরুর আগেই হাওড়া ময়দান মেট্রো স্টেশনের বাইরে এবার বিক্ষোভে সামিল হলেন অস্থায়ী নিরাপত্তা কর্মীরা । তাদের দাবি পুনর্নিয়োগের। চাকরি হারানোর ভয়েই ক্ষোভে ফেটে পড়েছেন তাঁরা। বিক্ষুদ্ধ কর্মীরা বলছেন যে হাওড়া ময়দানে নতুন মেট্রো স্টেশনের দায়িত্বে থাকা অস্থায়ী নিরাপত্তারক্ষী ও ট্রাফিক মার্শালদের একশো জনকে আর নিয়োগ করা হবে না  বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। কিন্তু, এখন চাকরি চলে গেলে তাঁরা কোথায় যাবেন, কী করবেন কিছুই জানেন না। সে কারণেই উঠছে পুনর্নিয়োগের দাবি। 

আন্দোলকারীদের অভিযোগ, তাঁরা দীর্ঘদিন থেকে কাজ করছেন। কিন্তু, এখন আচমকা অন্য সিদ্ধান্তের পথে হাঁটছে মেট্রো কর্তৃপক্ষ। এতদিন কাজ করার পরেও তাঁদের ছেঁটে ফেলে বাইরে থেকে অন্য সংস্থার মাধ্যমে লোক নিয়োগ করা হচ্ছে। তাঁরই প্রতিবাদে এইদিন তাঁরা বিক্ষোভে সামিল হয়েছেন। দ্রুত সমস্যার সমাধান না হলে মেট্রো চলাচল বন্ধ করানোর হুমকি দিয়েছেন তাঁরা।

আন্দোলনকারী নয়ন দাস বলছেন, “টানা ১৪ বছর কাজ করার পর এখন বলা হচ্ছে আগামী ১৪ তারিখ থেকে আপনাদের সরিয়ে দেওয়া হবে। এদিকে এখন আমরা দেখছি চুক্তিভিত্তিতে বাইরে থেকে লোক নিয়ে আসা হয়ে গিয়েছে। চুক্তি ভিত্তিতে যদি লোক নেওয়াই হয় তাহলে আমরা যাঁরা এত বছর কাজ করলাম তাঁদের কেন সুযোগ দেওয়া হবে না? করোনাকালে জল-বৃষ্টি মাথায় রেখে আমরা এখানে কাজ করেছি। তখন তো বলেনি আপনাদের কাজ করতে হবে না।”

আর এক আন্দোলনকারী শ্য়াম বলছেন, “বলছে ১৫ তারিখ মেট্রো চালুর পর আমাদের ডিউটি শেষ। যদি প্রাইভেটেই কাজ করাবে তাহলে আমরা যাঁরা ১৪ বছর ধরে এখানে কাজ করলাম তাঁরা কেন সুযোগ পাবে না? আমাদের অভিজ্ঞতার দাম নেই? আমাদেরও তো এজেন্সি আছে। আমরা অস্থায়ী কাজই চাইছি। স্থায়ী কাজের কথা বলছি না। কিন্তু, আমরা শুধু চাই আমাদের কাজে বহাল রাখা হয়। আমরা প্রায় ৭০ থেকে ৮০ জন আছি। আমরা ম্যানেজমেন্টকে জানিয়েছি। এখন আন্দোলন ছাড়া তো কোনও উপায় নেই।”

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন