সকালে রোদের দেখা মিললেও এখনই রেহাই মিলছে না ঝড়বৃষ্টি থেকে , জেলায় জেলায় আজও বৃষ্টির পূর্বাভাস

 নিউজ ডেস্ক: দোল আসতে আর মাত্র হাতেগোনা কয়েকটা দিন বাকি তবে রাজ্য জুড়ে আবহাওয়ার দিকে তাকালে এটা বসন্ত নাকি বর্ষা তা বোঝা কিছুটা মুশকিল বটেই। আকাশ জুড়ে মেঘের ঘনঘটা কখনো ঝিরিঝিরি কখনো আবার ঝমঝমিয়ে দিন ভোর চলছে বৃষ্টি। গত মঙ্গলবার থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় লাগাতার বৃষ্টিতে তাপমাত্রার পরিবর্তন হয়েছে অনেকটাই। আজ অর্থাৎ বৃহস্পতিবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে কয়েকটি জেলায়। কেমন থাকবে আজকের আবহাওয়া কি বলছে হাওয়া অফিস।


আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর মঙ্গল বুধবারের মতো বৃহস্পতিবারেও বৃষ্টি অব্যাহত থাকবে সাময়িকভাবে আকাশ পরিষ্কার থাকলেও যে কোন মুহূর্তে বৃষ্টি হতে পারে। আজ দক্ষিণবঙ্গ জুড়েই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে কমতে পারে বৃষ্টি। হাওয়া অফিস জানিয়েছে উত্তরপ্রদেশে অবস্থিত একটি ঘুনাবতীর জেরেই পশ্চিমবঙ্গ ও উড়িষ্যায় বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে।

দক্ষিণবঙ্গে আগামীকাল থেকে বৃষ্টি কমলেও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত দক্ষিণ বঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারে বৃষ্টিপাত হবে বৃহস্পতিবার সেইসঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়ো হাওয়া।

পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রেও বৃষ্টির সতর্কতা জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও রেহাই মিলছে না উত্তরবঙ্গের বাসিন্দাদের। আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের ক্ষেত্রে হলুদ সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর।

শুক্রবার  দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ঝড়-বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি সম্ভাবনা থাকছে।

কয়েক দিনের লাগাতার বৃষ্টির প্রভাবে তাপমাত্রা কমেছে অনেকটাই বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। তবে আগামীকাল থেকে বৃষ্টি কমার সঙ্গে সঙ্গে তাপমাত্রার পারদ চড়বে বলেই জানাচ্ছে হাওয়া অফিস।

Shrabani Munsi

শ্রাবণী মুন্সী। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতন থেকে সংস্কৃত বিষয়ে স্নাতকোত্তর। আকাশবাণী কলকাতার যুববাণী বিভাগের উপস্থাপিকা। সাংবাদিকতার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। কাজকর্ম ও পড়াশোনার পাশাপাশি আবৃত্তি চর্চা ও গল্পের বই পড়ার অভ্যেস রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন