নিউজ ডেস্ক: মস্কোতে একটি রাশিয়ান কনসার্ট হলে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা দেশ ও বিশ্বকে হতবাক করেছে।হামলাটি প্রায় ৯:০০ টার সময় রেড স্কোয়ারের কাছেই ঘটে। সৈন্যদের ছদ্মবেশে আততায়ীরা হলের মধ্যে প্রবেশ করে । তারপর নির্বিচারে গুলি চালায়, এছাড়াও বিস্ফোরন ঘটায় । তার ফলে কনসার্টের ছাদ পর্যন্ত ভেঙে পড়ে। ঘটনাস্থলে আগুন ধরে যায় এবং গলগল করে কালো ধোঁয়া বের হতে থাকে। রাশিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয় এবং একাধিক মিডিয়া আউটলেটের প্রতিবেদন অনুসারে , এই ঘটনাটিতে অসংখ্য লোকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অনেকেই। যদিও নির্দিষ্ট সংখ্যা এখনও প্রকাশ করা হয়নি। সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভিডিওগুলি ২৬/১১ মুম্বাই হামলার মতো অতীতের মর্মান্তিক ঘটনার কথা মনে করিয়ে দিচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি টুইটে বলেছেন, "মস্কোতে আতঙ্কজনক হামলায় গভীরভাবে দুঃখিত। আমাদের চিন্তা এবং প্রার্থনা সাংগঠিত মতে তাদের পরিবারের সাথে। আত্মঘাতী প্রতিরোধে ভারত রাশিয়ার সঙ্গে ঐক্যবদ্ধ।"
রাশিয়ার একাধিক সংবাদসংস্থার রিপোর্ট অনুয়ায়ী," ইতিমধ্যে কয়েকজনকে উদ্ধার করা গিয়েছে। তবে কনসার্ট হলের ছাদে এখনও উদ্ধারকাজ শুরু করা যায়নি। যে কনসার্ট হলের ধারণক্ষমতা ৬,০০০-র কাছাকাছি।" রাশিয়ার সরকারি সংবাদসংস্থা তাসের প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার সর্বোচ্চ নিরাপত্তা এজেন্সি ফেডেরাল সিকিউরিটি সার্ভিসের তরফে বলা হয়েছে যে ‘প্রাথমিক তথ্য অনুযায়ী, ক্রকাস সিটি হলে জঙ্গি হামলায় ৮২ জনের মৃত্যু হয়েছে। ১০০ জনের বেশি আহত হয়েছেন।’টেলিগ্রামে ইউক্রেনের গোয়েন্দা সংস্থার তরফে বলা হয়েছে, 'মস্কোয় যে জঙ্গি হামলা চলেছে, পরিকল্পনামাফিক এবং ইচ্ছাকৃতভাবে প্ররোচিত করার উপায়। (ভ্লাদিমির) পুতিনের নির্দেশ মতো রাশিয়ার স্পেশাল সার্ভিসেসই সেই কাজটা করেছে।'