নিউজ ডেস্ক - আগামী সোমবার সকাল সকাল কোনও মেট্রো পাবেন না। সোমবার অর্থাৎ ২৫ জানুয়ারি দোল রয়েছে। সাধারণভাবে দোলের দিন সকালের দিকে রাস্তাঘাটেও গাড়ি-ঘোড়া কম থাকে। সেদিন সকাল থেকে মেট্রো পরিষেবা বন্ধ থাকবে বলে জানা যাচ্ছে। সপ্তাহের বাকি দিনগুলির মতো এইদিন সকাল থেকে মেট্রো পাওয়া যাবে না। তবে যাত্রীদের কথা মাথায় রেখে সেদিন অল্প সংখ্যক স্পেশাল মেট্রো পরিষেবা চালানো হবে। আগামী সোমবার দুপুর আড়াইটে থেকে শুরু হবে মেট্রো চলাচল। অন্যান্য দিনের স্বাভাবিক সময় সূচিতে যেখানে ২৮৮টি মেট্রো আপ-ডাউনে যাতায়াত করে, সেখানে আগামী সোমবার আপ ডাউন মিলিয়ে চলবে ৬০টি মেট্রো। ৩০টি আপ লাইনে এবং ৩০টি ডাউন লাইনে।
এই ৩০টি মেট্রোর মধ্যে শুধু কবি সুভাষ – দক্ষিণেশ্বর লাইনেই চলবে ৫৮টি স্পেশাল মেট্রো। অর্থাৎ, কবি সুভাষ – দক্ষিণেশ্বের লাইনে আপে ২৯টি এবং ডাউনে ২৯টি মেট্রো চলবে সেদিন। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো অন্যান্য দিন যেখানে সকাল ৬টা ৫০ মিনিটে ছাড়ে, সোমবার তা ছাড়বে দুপুর আড়াইটেয়। একইভাবে দমদম থেকে ও দক্ষিণেশ্বর থেকেও প্রথম মেট্রো ছাড়বে দুপুর আড়াইটের সময়। তবে শেষ মেট্রোর সময় এক্ষেত্রে অপরিবর্তিতই থাকছে।
Tags
WEST BENGAL