নিউজ ডেস্ক - শনিবার সকালে বর্ধমান দুর্গাপুরে প্রাতঃভ্রমণে বেরিয়ে ক্রিকেট খেললেন, চা খেলেন আবার গানও শুনলেন বিজেপি প্রার্থী দিলিপ ঘোষ। এইদিন সকালে প্রাতঃভ্রমণে বর্ধমানের ব্লিজ মাঠে আসেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। মাঠে এসে ব্যাট হাতে পিচে নেমে মারলেন চার, ছক্কা। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, “যে কোনও পিচেই খেলতে পারি।” প্রাতঃভ্রমণ অন্তিম সময়ে রেলকর্মী মুক্ত মেটের গান শুনলেন এবং তাঁর প্রসংশাও করলেন । তিনি বলেন, “সকালে মাঠে যাওয়া ও গান শোনা এতো ভালো মনের পরিচয়।” রেলে চাকরির পাশাপাশি তিনি গানবাজনাও করেন।
হাঁটা, খেলা, গান শোনা শেষে চা পেয়ে চর্চা। সেখানেও তিনি ‘রাফ এণ্ড টাফ’। তিনি বলেন, কমিশনে শোকজের জবার দিয়েছেন তাঁর মত করে।
Tags
politics