নিউজ ডেস্ক - কলকাতা এয়ারপোর্টের তরফ থেকে বড়ো সিদ্ধান্ত যে বিকালের দিকে অন্তত পাঁচদিন ধরে বিমান ওঠানামা স্থগিত করার ।শুধুমাত্র এইকারণে যে বারাসত মেট্রো লাইনে ওই সময়টাতে ড্রোন দিয়ে সমীক্ষা চালানো হবে তাই ওই নির্দিষ্ট সময়টি বিমান ওঠানামা বন্ধ করা হবে। সূত্রের তরফে খবর, বিমানবন্দরের আশেপাশে এলাকায় ড্রোন ওড়ানোর ক্ষেত্রে বিশেষ বিধিনিষেধ দেওয়া রয়েছে। তবে মেট্রোর কাজের অগ্রগতি সম্পর্কে জানার জন্য ড্রোন সার্ভে করাটাও অত্যন্ত জরুরি। সেই কাজের নিরিখেই এবার ড্রোন সমীক্ষা করা হবে। কিন্তু বিমানবন্দরের কাছে এই সমীক্ষা হওয়ার কারণে এবার বিমান ওঠানামার ক্ষেত্রেও কিছু বিধিনিষেধ আরোপ করা হবে।
Tags
west bengle