নিউজ ডেস্ক -গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ২ জনের কিন্তু এখনও ৬ জন চাপা পড়ে রয়েছেন বলে খবর। আহত প্রায় ১৫। এখনও চলছে উদ্ধারকাজ। ১৩৪ নম্বর ওয়ার্ডের এই ঘটনাস্থলে সোমবার সকালেই পৌঁছে গিয়েছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। সেখানে গিয়ে উদ্ধারকাজ পরিদর্শনের পাশাপাশি হাসপাতালেও গিয়েছিলেন আহতদের সঙ্গে দেখা করতে। এর পরই মৃতের পরিবার এবং আহতদের জন্য ক্ষতিপূরণের ঘোষণা করেছেন তিনি। মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা এবং আহতদের ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেছেন। এই বিপর্যয়ের পরই স্থানীয় বাসিন্দারা অবৈধ নির্মাণের অভিযোগে উঠে আসে। সেই অভিযোগ মান্যতা পেল মেয়র ফিরহাদের হাকিমের বক্তব্যে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই ঘটনা নিয়ে শোকপ্রকাশ করেছেন এবং ইতিমধ্যে তিনি ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। এক্স হ্যান্ডলে করা পোস্টে তিনিও ক্ষতিপূরণের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের কথা জানিয়েছেন।
হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিল কলকাতার মেয়র। বহুতল ভেঙে পড়ার ঘটনা নিয়ে তিনি বলেছেন, “উদ্ধার কাজ এখনও চলছে। ২ জনের মৃত্যু হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে।” এখনও পর্যন্ত ১৫ জনকে উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এর পর অবৈধ নির্মাণের বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন সাংবাদিকরা। তখন তিনি উত্তরে বলেন, “এটা পরে দেখব। আগে উদ্ধার কাজটা হয়ে যাক।”
এর পরই অবৈধ নির্মাণের অভিযোগ প্রকারান্তরে স্বীকার করেছেন ববি হাকিম। তিনি এ বিষয়ে বলেছেন, “এই বাড়ি প্ল্যান থাকতে পারে না। যাঁরা করেছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আহতদের সকলেই পাশে টালির বাড়িতে খাকতেন। এক জনের পাপে, অন্য জন শাস্তি পাচ্ছে। এত বড় বাড়ি এত সরু গলিতে হয় না।”