নিউজ ডেস্ক : ফুরফুরার রামপাড়া এলাকায় মর্মান্তিক বাইক দুর্ঘটনা। স্থানীয় সূত্রে খবর, "মঙ্গলবার রোজা ভাঙার পর ২৫ বছরের মকবুল তাঁর বন্ধু সামসুর শেখকে নিয়ে চা খেতে যাচ্ছিলেন। ইতিমধ্যেই ফুরফুরার রামপাড়া থেকে হোসেনপুরে বাইক নিয়ে যাওয়ার সময় রাস্তায় রাখা জলের পাইপে জোরে ধাক্কা মেরে ছিটকে পড়েন দুজনেই"। ঘটনাস্থলে পড়ে থাকা পাইপ টেনে সরানোর সময়, তাতে গেঁথে থাকা লোহার রড মকবুলের পেটে ঢুকে যায়। তড়িঘড়ি তাকে নিয়ে স্থানীয় বেসরকারি নার্সিংহোমে নিয়ে গেলে মৃত্যু হয়। এদিন আহত আরেক বাইক আরোহীকে শিয়াখালার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে।
মৃত যুবকের বন্ধু মহঃ হামিম বলেন, “খুবই দুঃখজনক ঘটনা ।পাইপে ধাক্কা লেগে স্লিপ করে পড়ে যায় মকবুল। ওখানে কাজ চললেও কোনও আলোর ব্যবস্থা ছিল না। আমরা পুলিশকে জানিয়েছি।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, পিএইচই জলের লাইনের কাজ চলছে। সেই কারণে রাস্তায় পাইপ রাখা ছিল। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, "পাইপলাইন বসানোর কাজে রাস্তার ধারে ছড়িয়ে ছিটিয়ে রাখা হচ্ছে জিনিসপত্র। এমনিতেই রাস্তা সরু। তার উপর এই রকম ভাবে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখার জন্য নিত্যদিন বাড়ছে দুর্ঘটনা"।
উল্লেখ্য , এই দুর্ভাগ্যজনক ঘটনাটি বেশ কয়েকটি মূল বিষয় তুলে ধরে। প্রথমত, রাস্তার পাশে পানির পাইপের মতো বাধার উপস্থিতি মোটরচালক এবং বাইকারদের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে। দ্বিতীয়ত, সড়ক নিরাপত্তার ওপর সড়ক অবকাঠামোর প্রভাব, যেমন এসব বাধার কারণে রাস্তা সরু হয়ে যাওয়া, এ ধরনের দুর্ঘটনা রোধে সুরাহা করা দরকার। অতিরিক্তভাবে, অন্যান্য যানবাহনের ভূমিকা, যেমন গাড়িটি পাইপে আঘাত করে এবং দুর্ঘটনা ঘটায়, সতর্কভাবে গাড়ি চালানো এবং ট্রাফিক নিয়ম মেনে চলার প্রয়োজনীয়তার উপর জোর দেয়।