২০২৪এর আইপিএলের ট্রফি দিল্লির নামে করাতে চান ঋষভ পন্থ

 নিউজ ডেস্ক - ২০২২ সালের ৩০ ডিসেম্বর দিনটা ভারতের উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ এর কাছে সবথেকে  অভিশপ্ত দিন ছিল। ওই দিন মারাত্মক গাড়ি দুর্ঘটনার মুখমুখি হয়ে পড়েছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। এতটাই গুরুতর ছিল তাঁর চোট, তিনি যে প্রাণে বাঁচবেন সেটা বলা চিকিৎসকদের দিক দিয়ে বলা  কঠিন ছিল। মৃত্যুকে এক্কেবারে সামনে থেকে দেখেছেন পন্থ। তারপর প্রায় দেড় বছর ২২ গজের সঙ্গে ঋষভের যেন বিচ্ছেদ হয়েছিল। একাধিক অস্ত্রোপচারের পর রিহ্যাব পর্ব কাটান পন্থ। করেন কঠোর পরিশ্রম। এ বার ফিট পন্থকে আসন্ন আইপিএলে (IPL) অ্যাকশনে দেখা যাবে। পুনর্জন্ম পাওয়া পন্থ এ বার দিল্লিকে প্রথম আইপিএল ট্রফি জেতাতে চান।

২০১৬ সাল থেকে আইপিএলে খেলা শুরু করেন ঋষভ পন্থ। তাঁকে ২০১৬ সালের আইপিএলের আগে কেনে দিল্লি ডেয়ারডেভিলস। যেদিন তাঁকে দিল্লি কেনে, সেই দিন তিনি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে শতরান করেন এবং ভারতীয় দলকে সেমিফাইনালে পৌঁছে দেন। সেই ২০১৬ সাল থেকে আইপিএলে দিল্লি টিমের সঙ্গেই যুক্ত পন্থ। দলের নাম বদলে দিল্লি ক্যাপিটালস হয় ২০১৯ সালে। ২০২১ সালে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়স আইয়ার চোটের কারণে ছিটতে যাওয়ার সময় নেতা করা হয় পন্থকে। এরপর ২০২২ সালের আইপিএলেও তাঁকেই দিল্লি ক্যাপ্টেন রাখে। ২০২৩ সালের আইপিএলে তিনি দুর্ঘটনার কারণে খেলতে পারেনি। তাঁর জায়গায় ডেভিড ওয়ার্নার দিল্লি টিমকে নেতৃত্ব দেন। এ বার পন্থ আবার স্বমহিমায় আইপিএলে ফিরতে চলেছেন। কিন্তু এখন এটাই দেখার যে তিনি ক্যাপ্টেন্সি করেন কিনা।

ভারতীয় ক্রিকেটের অত্যন্ত জনপ্রিয় মুখ ঋষভ পন্থ। তরুণ উইকেটকিপার ব্যাট হাতে যেমন পারদর্শী উইকেটের পিছনেও ঠিক তেমনই। দেশের হয়ে তিন ফর্ম্যাটেই পন্থ খেললেও টেস্ট ক্রিকেটে তিনি বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন। দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে থাকলেও ২২ গজে নেমেই আবার শাসন করা শুরু করেছেন পন্থ। যার ঝলক দেখা যাচ্ছে দিল্লি ক্যাপিটালসের আইপিএল শিবিরে।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন