উইমেন্স প্রিমিয়র লিগের প্লেঅফের সূচি নির্ধারিত হয়ে গেল, দিল্লি পয়েন্ট টেবিলের ১ নং এ



নিউজ ডেস্ক -উইমেন্স প্রিমিয়র লিগের খেলা শেষ হওয়ার আগেই নির্ধারিত ছিল কোন তিনটি দল চলতি উইমেন্স প্রিমিয়র লিগের প্লে-অফ খেলবে, যা শেষ লিগ ম্যাচের আগেই নির্ধারিত হয়ে গিয়েছিল। কিন্ত  তা সত্ত্বেও দিল্লি ক্যাপিটালস বনাম গুজরাট জায়ান্টসের শেষ লিগ ম্যাচটি খেলা হয়ে। কারণ এই ম্যাচের ফলাফলের নিরিখে নির্ধারিত হয় কারা লিগ টেবিলের এক নম্বরে থেকে সরাসরি ফাইনাল খেলবে।

নিয়ম অনুযায়ী পাঁচ দলের মধ্যে টুর্নামেন্টে লিগ পর্বের শেষে যে দল পয়েন্ট তালিকার এক নম্বরে থাকবে, তারা সরাসরি ফাইনালে পৌঁছে যাবে। লিগ টেবিলের দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দু'দল নিজেদের মধ্যে এলিমিনেটরের লড়াইয়ে নামবে। লিগ টোবিলের চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা দলকে বিদায় নিতে হবে। এলিমিনেটরে যে দল জিতবে, তারা সরাসরি ফাইনালে ওঠা দলের সঙ্গে লড়াইয়ে মাঠে নামবে।

উইমেন্স প্রিমিয়র লিগ ২০২৪-এ দলের পয়েন্ট টেবিল:-

ক্রমিং নং               দল                      ম্যাচ   জয়    হার    পয়েন্ট

    ১                   দিল্লি ক্যাপিটালস        ৮         ৬         ২   ১২

    ২                   মুম্বই ইন্ডিয়ান্স                ৮          ৫        ৩        ১০                    

   ৩                     আরসিবি                ৮          ৪         ৪          ৮

   ৪                    ইউপি ওয়ারিয়র্জ                ৮          ৩        ৫          ৬

তাই শেষ লিগ ম্য়াচে গুজরাটকে হারিয়ে লিগ টেবিলের এক নম্বরে স্থান অধিকার করে দিল্লি ক্যাপিটালস। সেই অনুযায়ী তারা সরাসরি ফাইনালে পৌঁছে যায়। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দু'দল মুম্বই ও আরসিবি নিজেদের মধ্যে এলিমিনেটর ম্যাচে মাঠে নামবে। লিগ পর্ব থেকেই এবারের মতো বিদায় নিতে হয় ইউপি ও গুজরাটকে।

ডব্লিউপিএল ২০২৪-এর প্লে-অফের সূচি:-

এলিমিনেটর: মুম্বই ইন্ডিান্স বনাম আরসিবি (১৫ মার্চ)।

ফাইনাল: দিল্লি ক্যাপিটালস বনাম এলিমিনেটরে জয়ী দল (১৭ মার্চ)।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন