নিউজ ডেস্ক - বর্ধমানবাসী পর্যটকদের জন্য দিঘা বা পুরীতে ঘুরতে যাওয়া পর থাকার বিষয় নিয়ে এল সুখবর। এই জেলার বাসিন্দাদের ভ্রমণ পরিষেবা দিতে এবার গুরুত্বপূর্ণ বিশেষ পর্যটক স্থানে গেস্ট হাউস ভাড়া নিতে চলেছে বর্ধমান পুরসভা। পশ্চিমবঙ্গের মধ্যে পর্যটন স্থানের মধ্যে দিঘা হল সবথেকে জনপ্রিয় এবং তারপর সবথেকে জনপ্রিয় পর্যটককেন্দ্র হল প্রতিবেশী রাজ্য ওড়িশার পুরী। তাই এই দুই জায়গাতেই এবার গেস্ট হাউসের ব্যবস্থা করছে বর্ধমান পুরসভা।
Tags:
travel