পর্যটন নিয়ে বড়ো সিধান্ত , বর্ধমান পুরসভার




নিউজ ডেস্কবর্ধমানবাসী পর্যটকদের জন্য  দিঘা বা পুরীতে ঘুরতে যাওয়া পর থাকার বিষয় নিয়ে   এল সুখবর। এই জেলার বাসিন্দাদের ভ্রমণ পরিষেবা দিতে এবার গুরুত্বপূর্ণ  বিশেষ  পর্যটক স্থানে গেস্ট হাউস ভাড়া নিতে চলেছে বর্ধমান পুরসভা। পশ্চিমবঙ্গের  মধ্যে পর্যটন স্থানের মধ্যে দিঘা হল সবথেকে জনপ্রিয় এবং তারপর সবথেকে জনপ্রিয় পর্যটককেন্দ্র হল  প্রতিবেশী রাজ্য ওড়িশার পুরী। তাই এই দুই জায়গাতেই এবার গেস্ট হাউসের ব্যবস্থা করছে বর্ধমান পুরসভা।

ইতিমধ্যে দিঘায় শেষ হতে চলেছে জগন্নাথ ধামের কাজ। তাই পর্যটকদের ভিড়ও   দিঘায় আরও বেশিপরিমানে বারতা পারে বলে মনে করা হচ্ছে।  বর্ধমান জেলা থেকে বহু পর্যটক দিঘা–পুরী যান। কিন্তু অনেক সময়ই পর্যটকদের অল্প খরচে হোটেল পেতে সমস্যা হয়। এই সমস্যা দূর করতে  এবার দিঘা, পুরীতে গেস্ট হাউস লিজ নেওয়ার কথা ভেবেছে বর্ধমান পুরসভা। যেখানে জেলার বাসিন্দারা অল্প খরচে ভাড়া নিয়ে থাকতে পারবেন ।কিন্তু  এখন রুম ভাড়া কত হবে সেটা নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। লিজ নেওয়ার জন্য কয়েকটি সংস্থার সঙ্গে আলোচনা করছে বর্ধমান পুরসভা। 



Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন