নিউজ ডেস্ক: রাজ্য জুড়ে এখন ভরা বসন্ত তবে আবহাওয়ার খামখেয়ালীপনায় তা যে খুব একটা স্পষ্ট হচ্ছে এমনটা বলা যায় না। আজ দক্ষিণবঙ্গে সারাদিন মেঘলা আকাশ। পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে কয়েকটি জেলায়। কাল থেকে আবহাওয়ার তুমুল পরিবর্তন।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে মেঘলা আকাশ। উপকুলীয় জেলাগুলি বিশেষত পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে হালকা বৃষ্টির সম্ভাবনা।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং এর পার্বত্য অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে। রাজ্যের বেশীরভাগ অংশে উত্তর পশ্চিমে হালকা হাওয়া বইতে পারে। এছাড়া তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
আগামী কাল অর্থাৎ শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা নেই। সকাল সন্ধ্যা আবহাওয়া মনোরম থাকলেও দিনের বেলায় বাড়বে তাপমাত্রা। রবিবারের পর থেকে উত্তোরত্তর বাড়বে তাপমাত্রার পারদ।
আজ বৃহস্পতিবার, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৯ ° সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ° সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩৮ থেকে ৯১ শতাংশ। আগামী ২৪ঘন্টায় কলকাতার তাপমাত্রা থাকবে ২২ থেকে ৩১° সেলসিয়াস।