নিজস্ব সংবাদদাতা: কোনোটি ঘোড়ার মতো কোনোটি হাতি,আলুর এমন বিদঘুটে চেহারা দেখে অবাক আলু চাষীরা। আলু তোলার পর এমন বিদঘুটে আকৃতির আলু বিকোচ্ছে না ব্যবসায়ীদের কাছে। ফলে মহাফাঁপরে পড়েছে হুগলি আলু চাষীরা।
আরামবাগ থেকে ধনেখালি, গুড়াপ থেকে তারকেশ্বর, হুগলির নানা প্রান্তে জোরকদমে চলছে আলু তোলার কাজ। কিন্তু মাঠে গিয়ে আলু তোলার পর মাথায় হাত চাষীদের। আলুর অস্বাভাবিক আকৃতির জন্য বড়সড় ক্ষতির মুখে তারকেশ্বর ব্লকের কয়েকশো চাষী।
অভিযোগ, আলুর নকল বীজের কারণেই আলুর এমন বিদঘুটে আকৃতি হয়েছে। পাশাপাশি এই আলু মুখে তোলার অযোগ্য ফলে ব্যবসায়ীরাও কিনছেন না এই আলু যার জেরে সমস্যায় পড়েছেন চাষীরা।
চাঁপাডাঙা এলাকার একটি বড় অংশের চাষীদের অভিযোগ জনৈক এক আলু বীজ ব্যবসায়ীর বিরুদ্ধে। চাষীদের অভিযোগ, ওই ব্যবসায়ী তাঁদের নকল আলু বীজ গছিয়ে দিয়েছেন। তাতেই হয়েছে বড় ক্ষতি। যে আলু ফলেছে তা খাওয়ার উপযুক্ত নয় বলেও অভিযোগ।
উল্লেখ্য, এর আগে নকল আলু বীজের দৌরাত্ম্য এড়াতে ব্যবস্থা নিয়েছিল জেলা প্রশাসন, একাধিক গোডাউনেও হানা দিয়েছিলেন আধিকারিকরা।তারপরেও নকল বীজের অভিযোগ ওঠায় কার্যত উঠছে নানা প্রশ্ন।
ইতিমধ্যেই ওই অভিযুক্ত নকল আলু বীজ ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত চাষীরা। পাশে থাকার আশ্বাস দিয়েছেন এলাকার বিধায়ক