নিউজ ডেস্ক : নেশাগ্ৰস্ত অবস্থায় সামান্য বচসা, তার শেষ পরিণতি হয়েছে মৃত্যু। হাসপাতালেই আহতের মৃত্যু হয়। ঘটনাটি মূলত চুঁচুড়া মোগলটুলির। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে," গত সোমবার ১৮ মার্চ বিকালে মোগলটুলিতে সাইকেল নিয়ে যাওয়ার সময় পড়ে যান বছর ৪৪ অমল খান। পড়ে গিয়েই মদ্যপ অবস্থায় অকথ্য ভাষায় গালি দিতে থাকেন। আর তা নিয়েই মাজিদ আনসারির সাথে তুমুল ঝগড়া শুরু হয় অমলের। আর তা থেকে হাতাহাতি। অমল ও মাজিদ পরস্পরের আত্মীয়"। অভিযোগ উঠেছে ঝগড়া-তর্কাতর্কি চলাকালীনই বাঁশ দিয়ে অমলের মাথায় আঘাত করেন মাজিদ। রক্ত মাখা অবস্থায় অনেকক্ষন রাস্তার ধারে পড়ে থাকেন অমল।এঅবস্থায় তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনায় স্থানীয় বাসিন্দারা মাজিদের ওপর ক্ষেপে ওঠেন। অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চলে।আহতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ইমামবাড়া হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসা চলছিল। শনিবার অর্থাৎ আজ সকালে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর খবরে এলাকায় ক্রমশ উত্তেজনা ছড়ায়।
মৃতের স্ত্রী মৌসুমী বিবি বলেন, “ঘটনার দিন আমাকে ফোন করে ডাকা হয়।হাসপাতালে গিয়ে দেখি মাথায় দশটা সেলাই পড়েছে, স্বামীর জ্ঞান নেই। কী হল ওকে বাঁচাতে পারলাম না। নেশা করত বলে আমার সঙ্গে অশান্তি হত। আমি বলেছিলাম শুধরে যাও। গত পাঁচ মাস আমি স্বামীর ঘরে ছিলাম না, মা বোনের বাড়ি থাকতাম।আমাকে বলত বাড়িতে চলে আসো।”