বসন্তের রং পথ কুকুরদের গায়ে দিলেই কড়া পদক্ষেপ, শহরের বিভিন্ন প্রান্তে নজর লালবাজারের


নিউজ ডেস্ক : লালবাজার উৎসবের মরসুমের আগেই কড়া নির্দেশ জারি।  দোল এবং হোলি রঙের দিনগুলোতে যাতে পথকুকুর দের গায়ে রং না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন একই সাথে অনিচ্ছুক কোনো ব্যক্তিকে জোর করে রং না যাতে দেওয়া হয় সেদিকেও নজর রাখবেন তারা।পুলিশ জানিয়েছে," সোম ও মঙ্গলবার, দোল এবং হোলির দিনে যাতে কোনও গোলমাল না হয় সে দিকে নজর রাখা হবে। বড় রাস্তার পাশাপাশি গলি রাস্তাগুলোতে নজরদারি চালানো হবে। যাতে কোনও রকম অশান্তির ঘটনা না  ঘটে"। 

এছাড়াও ঘাট চত্বরে থাকবে একাধিক পুলিশ। পাশাপাশি উৎসবের দিনগুলোতে শহরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাড়তি পুলিশ মোতায়েন করা হবে। লালবাজার সূত্রে জানা গিয়েছে, "ওই দু’দিন প্রায় সাড়ে তিন হাজার পুলিশ মোতায়েন থাকবে শহরে। এছাড়া সকাল থেকে রাস্তায় থাকবেন ২৬ জন ডিসি। দিন ও রাতে ৪৪টি করে টহলদার বাইক থাকবে। এছাড়া হেভি রেডিও ফ্লাইং স্কোয়াডের ২৭টি থাকবে দিনে ও ১৯টি থাকবে রাতে। দিনভর শহরে টহল দেবে ৫৮টি পিসিআর ভ‌্যান। কোনও গোলমালের খবর পেলেই দ্রুত যাতে সেখানে পুলিশ  পৌঁছে যায় সেদিকেও থানাগুলিকে নজর দিতে বলেছে লালবাজার"।

Monisha Roy

মনীষা রায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্যে স্নাতকোত্তর ছাএী।পরবর্তীতে জার্নালিজম নিয়ে পড়াশোনা ।দেশভাগের সাহিত্য আলোচনা।মাঝেমধ্যে একটু আকিবুকি কাটা পাশাপাশি ছন্দ মিলিয়ে কবিতা লেখা।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন