মুম্বই ইন্ডিয়ান্স ও গুজরাট টাইটান্স এর ম্যাচে নজরে থাকবে দুই দলের ক্রিকেটারদের উপর

নিউজ ডেস্ক - পাঁচ বারের আইপিএল (IPL) চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) এবং এক বারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স (Gujarat Titans) এর মেগা ম্যাচে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে মেগা ম্যাচে দুই দলের ৫ জন করে  ক্রিকেটারের দিকে থাকবে নজর।

মুম্বই ইন্ডিয়ান্সের বিশেষ নজর থাকবে রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, ঈশান কিষাণ, তিলক ভার্মা, জসপ্রীত বুমরার উপর। 

এই বছরের আইপিএলে  মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নেই রোহিত শর্মা তার বদলে অধিনায়ক হার্দিক পান্ডিয়া । তাই শুধু ব্যাটার রোহিত কেমন আইপিএলে খেলেন, সেদিকে নজর থাকবে। হার্দিক পান্ডিয়ার দিকে একটু বেশিই নজর থাকবে। কারণ, তিনি গুজরাট থেকে এই মরসুমেই মুম্বইয়ে ফিরেছেন। তাই তিনি টিমকে কতটা সাফল্য এনে দেন সেটাই দেখার। সঙ্গে বাড়তি নজর থাকবে ঈশান কিষাণের দিকে। যেহেতু কয়েকদিন আগে বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ পড়েছেন। ফলে আইপিএলে ভালো পারফর্ম করতে পারলে হয়তো ঈশানের জন্য আবার জাতীয় দলের দরজা খুলতে পারে। এ ছাড়া তরুণ তিলক ভার্মা ও এমআইয়ের অস্ত্র জসপ্রীত বুমরার দিকে নজর থাকবে।

গুজরাট টাইটান্সের বিশেষ নজর থাকবে — শুভমন গিল, ঋদ্ধিমান সাহা, রশিদ খান, ডেভিড মিলার, সাই সুদর্শনের উপর।

২০২২ সালের আইপিএল চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের নতুন অধিনায়ক শুভমন গিলের দিকে বিশেষ নজর থাকবে সবার। অধিনায়ক হিসেবে শুভমন নিজেকে সফল প্রমাণ করতে পারেন কিনা, সেই বিষয়েও ক্রিকেট মহলের নজর থাকবে। গত বার গুজরাট রানার্স হয়েছিল। শুভমন পেয়েছিলেন অরেঞ্জ ক্যাপ (আইপিএলে সবচেয়ে বেশি রান করা ক্রিকেটার পান)। গিল ছাড়া উইকেটকিপার ব্যাটার ঋদ্ধিমান সাহা ফোকাসে থাকবেন। সঙ্গে আফগান তারকা রশিদ খান, প্রোটিয়া সুপারস্টার ডেভিড মিলারের দিকে নজর রাখতে হবে। আর বিশেষ নজর থাকবে ভারতীয় তরুণ ক্রিকেটাক সাই সুদর্শনের দিকে। 

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন