নিউজ ডেস্ক: রঙের উৎসবে রঙের পাশাপাশি বৃষ্টিতেও ভিজবে বঙ্গবাসী। দোল উৎসবের দোসর বৃষ্টি। আজও রয়েছে একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। দোল ও হোলির কেমন থাকবে রাজ্যের আবহাওয়া। কি বলছে হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার রাজ্যের বেশ কয়েকটি জেলায় ফের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার আকাশ পরিষ্কার থাকলেও রবিবার কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর।
দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান এবং নদিয়া এই জেলাগুলিতে রবিবার বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
পাশাপাশি সোমবার দোলপূর্ণিমা ও মঙ্গলবার হোলির দিনেও রাজ্যের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।
সোমবার বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
Tags
আবহাওয়া