সম্প্রতি সংবাদসংস্থা এএনআই-এর মুখোমুখি হয়ে সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি জানিয়েছেন দিলেন যে, স্যাটেলাইট দ্বারা চালিত হবে টোল প্লাজা। সে ক্ষেত্রে গাড়ি মাঝপথে কোথাও দাঁড় করানোর প্রয়োজন নেই। যে রাস্তায় চলার জন্য টোল নেওয়া হয়, সেই রাস্তা পার করলেই আপনা আপনি ব্যাঙ্ক অ্য়াকান্ট থেকে কেটে যাবে টাকা। ফলে রাস্তায় কোনও সময় নষ্ট হবে না বলেই জানিয়েছেন তিনি।
কেন্দ্রীয় সরকার মূলত এই পরিকল্পনা করেছে ট্রাফিকের পরিস্থিতি স্বাভাবিক করার জন্য। হাইওয়েগুলিতে যদি গাড়ি দাঁড় করাতে হয়, সে ক্ষেত্রে যানজট হওয়ার সম্ভাবনা থাকে। টোলগুলিই বন্ধ করে দেওয়ার ব্যবস্থা হলে, সেই যানজট তৈরি হওয়ার সম্ভাবনা কমবে অনেকটাই।
মন্ত্রী আগেও সংসদে এই পরিকল্পনার কথা জানিয়েছিলেন। তিনি আরও উল্লেখ করেছিলেন যে রাস্তায় এমনভাবে ক্যামেরা বসানো থাকবে যাতে রাস্তা পার হলেই তা ধরা পড়ে যায় ক্যামেরায়।