নিউজ ডেস্ক : সামনেই ভোট।এই উওপ্ত মহলে ভাঙড়ে পাওয়া গেল রক্তমাখা ট্রলিব্যাগ। ব্যাগের চেন থেকে রক্ত চুইয়ে পড়ছিল। ঘটনাটি পোলেরহাটের কারিগরি ভবনের পিছনের ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এবং উচ্চপদস্থ কর্মকর্তারা। খতিয়ে দেখছে বিষয়টি।
স্থানীয় সূত্রে খবর, কারিগরি ভবনের পিছন দিক দিয়ে যাওয়ার সময় পাচুরিয়া এলাকার খালে একটি ট্রলিব্যাগ তারা ভাসতে দেখেন। সন্দেহ হ ওয়ায় তারা পোলেরহাট থানায় খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ এসে ব্যাগটিকে খাল থেকে উদ্ধার করেন। দেখা যায় ব্যাগটির ওপর চাপ চাপ রক্ত লেগে আছে। একটু নাড়া দিতেই ব্যাগের ভিতর থেকে টাটকা রক্ত বেরিয়ে আসে।ব্যাগের মধ্যে কী রয়েছে তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। স্থানীয় এক বাসিন্দা বলেন, "সকালে লাল রঙের ট্রলিটা ভাসতে দেখেছে অনেকেই।প্রথমটায় বিশেষ কেউ পাত্তা দেয় নি। ভেবেছিল ছেড়া ট্রলি কেউ ফেলেছে। কিন্তু ভালো করে দেখা যায়,ট্রলি নতুন ই , তার গায়ে রক্ত লেগে আছে।ওপরে তুলতে তো রক্ত চুইয়ে বেরোতে থাকে"।