ন্যাশনাল মেডিক্যাল কমিশনের তরফ থেকে জানান হয়েছে যে , ২০২৪ সালের নিট পিজি পরীক্ষা হবে ২৩ জুন। এর আগে যার তারিখ ছিল ৭ জুলাই। তারও আগে পরীক্ষার দিন হিসাবে ধার্য হয়েছিল ৩ মার্চ দিনটি। পরে ৩ মার্চ থেকে তা ৭ জুলাই হয়। এবার জানানো হল ৭ জুলাই থেকে এগিয়ে আগামী ২৩ জুন হবে পরীক্ষা। এছাড়াও জানানো হয়েছে পরীক্ষার পর ১৫ জুলাইয়ের মধ্যে হবে ফলাফল প্রকাশিত। ন্যাশনাল মেডিক্যাল কমিশনের সঙ্গে এদিন বৈঠকে বসে, মেডিক্যাল কাউন্সেলিং কমিটি, পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন বোর্ড, ডিরেক্টোরেট জেনারেল ফর হেল্থ সায়ান্স, ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনস ফর মেডিক্যাল সায়ান্স। এই সমস্ত পক্ষের বক্তব্য শুনে এই সিদ্ধান্তে আসে কমিশন। তারপরই এই তারিখ ঘোষিত হয়েছে।
কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যে , পরীক্ষার পর কাউন্সেলিংয়ের তারিখে কোনও পরিবর্তন হবে না। ফলত, কাউন্সেলিং ৫ অগস্ট থেকে শুরু হবে। শিক্ষাবর্ষে ভর্তির তারিখ ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে। আর তার শেষ তারিখ ২১ অক্টোবর। এর আগে নিট এমডিএস পরীক্ষা ২০২৪ সালের ১৮ মার্চ সম্পন্ন হয়েছে। প্রসঙ্গত, এমডি, এমএস, স্নাতোকোত্তরে ডিপ্লোমা কোর্সে ভর্তির ক্ষেত্রে এই পরীক্ষা আবশ্যিক।
নিট পিজি ২০২৪ এর পরীক্ষার জন্য টেস্ট পেপার ৮০০ মার্কসের হবে। সেখানে মোট ২০০ টি মাল্টিপল চয়েসের প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের ঠিক উত্তর দিলে পরীক্ষার্থীরা পাবেন ৪ করে নম্বর। প্রতি ভুল উত্তরে ১ নম্বর করে কাটা যাবে। ফলে নেগেটিভ মার্কিংএর বিধি রয়েছে। ফলে এই কঠিন পরীক্ষায় অত্যন্ত সন্তর্পণে এগোতে হবে পরীক্ষার্থীদের। তবে যে প্রশ্নের উত্তর দেওয়া হবে না, তার জন্য কোনও নেগেটিভ মার্কস রাখা নেই। পরীক্ষা হবে অনলাইনে কম্পিউটার নির্ভর টেস্টিংয়ে। গোটা টেস্ট শেষ করতে হবে ৩ ঘণ্টা ৩০ মিনিটের মধ্যে।