দেশের সবথেকে ধনী শিশু রণবীর কাপুর, আলিয়া ভাটের একমাত্র মেয়ে রাহা কাপুর

 নিউজ ডেস্ক - কিছুদিন আগে অবধি ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির  নাতি, যার বয়স মোটে ৪ মাস , বিশ্বের সবথেকে ধনী শিশু হয়ে ওঠে। কিন্তু এই রেকর্ড বেশিদিন রইল না। নারায়ণ মূর্তির নাতির রেকর্ড ভেঙে দিলেন বলিউডের স্টার কিড, রণবীর কাপুর, আলিয়া ভাটের একমাত্র মেয়ে রাহা কাপুর। রণবীর তাঁর মেয়েকে এমন একটি উপহার দিয়েছেন, যার মূল্য ২৫০ কোটি টাকা!

সূত্রের খবরে জানা গিয়েছে, রণবীর কাপুর তাঁর মেয়ে রাহাকে বাংলো উপহার দিচ্ছেন, যার দাম ২৫০ কোটি টাকা। মুম্বইয়ের বান্দ্রায় কৃষ্ণা রাজ বাংলোটি, যেখানে নীতু কাপুর থাকেন, তা নিজের মেয়ে রাহার নামে লিখে দিচ্ছেন রণবীর কাপুর। মাত্র ১ বছর ৪ মাস বয়সেই রাহা বলিউড তথা দেশের সবথেকে ধনী শিশু হতে চলেছে।

প্রসঙ্গ অনুযায়ী, কৃষ্ণা রাজ বাংলোটির মালিক ছিলেন প্রয়াত অভিনেতা রাজ কাপুর এবং তাঁর স্ত্রী কৃষ্ণা
রাজ। স্ত্রীর নামেই এই বাংলোর নামকরণ করেছিলেন রাজ কাপুর। কাপুর পরিবারের একমাত্র নাতি হওয়ায়, রণবীর কাপুর এই পৈতৃক সম্পত্তি উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন। এখন তিনি এই সম্পত্তিই তাঁর মেয়ে রাহাকে উপহার দিয়েছেন।

এই বাংলো ছাড়াও, এই তারকা দম্পতির বান্দ্রা এলাকায় চারটি ফ্ল্যাট রয়েছে, যার বাজারমূল্য ৬০ কোটি টাকারও বেশি। কৃষ্ণা রাজ বাংলোর সংস্কার শেষ হলে, এটি শাহরুখ খানের মান্নাত এবং অমিতাভ বচ্চনের জলসার তুলনায় মুম্বইয়ের সবচেয়ে ব্যয়বহুল বাংলো হয়ে উঠবে।


Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন