নিউজ ডেস্ক: রাজনীতির ময়দানে এখন হাড্ডাহাড্ডি লড়াই। আগামী ২৫ মার্চ অর্থাৎ দোলের পর পরই ডায়মন্ডহারবারে ভোটের প্রচার শুরু করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।এবার নিজের কেন্দ্রে প্রচারে নামছেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তিনি আগামী ২৭, ২৮, ২৯ মার্চ নেতা-কর্মীদের নিয়ে বৈঠক করবেন। মূলত এই তিন দিন বেলা তিনটে থেকে হবে এই ধারাবাহিক বৈঠক। এই বৈঠক হবে বিধানসভা ভিত্তিক । আমতলা দলীয় কার্যালয়ে হবে এই বৈঠক। মূলত প্রচার থেকে ভোট পরিচালনা সব দিকটাই খতিয়ে দেখবেন অভিষেক।
গতবারে প্রায় ৩ লাখ ২১ হাজার ভোটের ব্যবধানে ডায়মন্ড হারবার লোকসভা থেকে জয়ী হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবারেও ডায়মন্ড হারবার থেকে প্রার্থী হয়েছেন তিনি। বুধবার বসিরহাটের সভা থেকে অভিষেক নিজেই জানিয়ে দিয়েছেন এবারে তাঁর জয়ের ব্যবধান কত হতে পারে। তিনি একই সাথে বসিরহাট লোকসভা কেন্দ্রেরও জয়ের মার্জিনও বেঁধে দিয়েছেন।
বসিরহাটের সভা থেকে তিনি বলেন, “এবারে ডায়মন্ড হারবারে চার লক্ষের ব্যবধানে বান্ডিল করব। আপনাদের বসিরহাটের জয়ের ব্যবধান চার লাখ হবে তো। আগেরবার সাড়ে তিন লাখ ছিল। এবারে আরও ৫০ হাজার বাড়াতে হবে।”