ভরা বসন্তে সান্দাকফুতে ঘটেছে তুষারপাত

নিউজ ডেস্ক -শীতকাল শেষ হয়ে গেচ্ছে চলছে বসন্ত।কিন্তু এরই মধ্য়েই দার্জিলিংয়ে তুষারপাত। ঘুম ভাঙার পর পর্যটকরা দেখলেন সান্দাকফু চারদিকে শুধু সাদা বরফের আস্তরন। চারদিকে সাদা বরফের চাদর।দোলের আগে অনেকেই পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন। কিন্তু এমন বরফ পড়বে তারা হয়তো ভাবতেও পারেননি।এই পরিস্থিতিতে দোলে পাহাড়ে বরফ পড়বে কি না সেটা নিয়েও চর্চা শুরু হয়েছে। 

মঙ্গলবার রাতে ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল সান্দাকফুতে। আর সকালে উঠে বাসিন্দারা দেখলেন সাদা তুষারে ভরে গিয়েছে গাছের পাতা, গাড়ির মাথা, ঘরের চাল। বরফ দেখে মনে হচ্ছে জানুয়ারি মাসের কনকনে কোনও সকাল। এদিকে বৃষ্টির পূর্বাভাস ছিল উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। আর দার্জিলিংয়ের একেবারে তুষারপাত। মার্চ মাসে যারা পাহাড়ে গিয়েছে তাঁদের কাছে এটা নিঃসন্দেহে বাড়তি পাওনা। এমনকী যাদের শিলিগুড়ি, দার্জিলিং শহর থেকে অনেকেই এবার বরফ দেখার জন্য সান্দাকফু যেতে চাইছেন।

এই সুযোগ হাতছাড়া করতে চাইছেন না অনেকেই। তবে আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল দার্জিলিং পাহাড়ের উচ্চতর এলাকায় তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে । মোটামুটি রাত ৩টে থেকেই তুষারপাত শুরু হয়ে যায়। ভোররাতে চারদিক তুষারে ঢেকে যায়। সেই সংক্রান্ত একাধিক ভিডিয়ো ইতিমধ্য়েই সামনে এসেছে। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে চারদিকে শুধু বরফ আর বরফ। 

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন