নির্বাচনী বন্ড বাতিল হতেই উচ্ছ্বাস প্রকাশ করে বিরোধী দলগুলি। তাদের মুখ বন্ধ করিয়ে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “বলুন আমরা কী করেছি যে এটাকে ধাক্কা বলে মনে করব? আমি বিশ্বাস করি, যারা আজ এই (নির্বাচনী বন্ড বাতিল) নিয়ে নাচছেন, তারাই আফসোস করবেন।”
প্রধানমন্ত্রী আরও বলেন, “আমাদের সরকারের আনা ইলেকটোরাল বন্ডের দৌলতেই আজ অনুদানকারী ও অনুদানের উৎস খুঁজে বের করা সম্ভব। ২০১৪ সালের আগে নির্বাচনে কোথা থেকে টাকা আসত, কে টাকা দিত, তা কী কোনও তদন্তকারী সংস্থা খুঁজে বের করতে পারবে? কোনও ব্যবস্থাই নিখুঁত নয়। খামতি থাকতেই পারে, যা শোধরানো সম্ভব।”
সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানালেন যে যে তাঁর সমস্ত কাজেই যেন রাজনীতি না খোঁজা হয়। তিনি দেশের হয়ে কাজ করেন। তিনি বলেন, “আমি রাজনীতিক বলেই এর অর্থ এই নয় যে আমি শুধু ভোটে জেতার জন্য কাজ করি। মানুষ বিগত ১০ বছর ধরে দেখেছেন আমরা কী কাজ করেছি।”
তামিলনাড়ু প্রসঙ্গে তিনি বলেন, “তামিলনাড়ু পুরসভাতে একটা আসন না থাকা সত্ত্বেও বিজেপি অনেক কাজ করেছে। তামিলনাড়ুর মধ্য়েও অনেক সম্ভাবনা রয়েছে। এবার তামিলনাড়ু সিদ্ধান্ত নিয়েছে যে বিজেপি-এনডিএ-কে সুযোগ দেবে।”