টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত মুম্বই ইন্ডিয়ান্সের নতুন ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া

 নিউজ ডেস্ক -আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ মুখোমুখি গুজরাট টাইটান্স ও মুম্বই ইন্ডিয়ান্স। নেতৃত্বে অভিষেক হচ্ছে শুভমন গিলের এবং অপরদিকে, মুম্বইয়ের ক্যাপ্টেন হিসেবে ডেবিউ হার্দিকের। ব্যাটার রোহিত শর্মার দিকে যেমন সবার বিশেষ নজর থাকবে। তেমনই আইপিএলের নতুন অধিনায়ক শুভমনের দিকেও।

 টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন মুম্বই ইন্ডিয়ান্সের নতুন ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া । টসে হার্দিক বলেন, "গুজরাট আমাকে অনেক কিছু দিয়েছে। তবে আমার আইপিএল কেরিয়ার শুরু হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সে। এই মাঠে আবারও নামতে পেরে দারুণ অনুভূতি হচ্ছে।’ ক্যাপ্টেন হিসেবে প্রথম টস হার। শুভমনকে শুভেচ্ছা জানালেন প্রতিপক্ষ ক্যাপ্টেন তথা প্রাক্তন সতীর্থ হার্দিক পান্ডিয়া। বলেন, ‘গুডলাক সুইটু।"

গুজরাট টাইটান্সে রয়েছে পরিবর্তন ।চোটের জন্য পুরো টুর্নামেন্টেই নেই মহম্মদ সামি। গুজরাট টিমে বিশেষ নজর থাকবে আইপিএলে অভিষেককারী দুই ক্রিকেটার আজমতুল্লা ওমরজাই এবং স্পেন্সর জনসনের দিকে।

গুজরাট টাইটান্স একাদশ যারা- ঋদ্ধিমান সাহা, শুভমন গিল, সাই সুদর্শন, বিজয় শঙ্কর, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, আজমতুল্লা ওমরজাই, রশিদ খান, উমেশ যাদব, উমেশ যাদব, সাই কিশোর, স্পেন্সর জনসন। ইমপ্যাক্ট পরিবর্ত- বিআর শরথ, মোহিত শর্মা, মানব সুথার, অভিনব মনোহর, নুর আহমেদ

মুম্বই ইন্ডিয়ান্স একাদশ যারা - ঈশান কিষাণ, রোহিত শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, টিম ডেভিড, শামস মুলানি, জেরাল্ড কোৎজে, পীযুষ চাওলা, জসপ্রীত বুমরা, লুক উড। ইমপ্যাক্ট পরিবর্ত- ডিওয়াল্ড ব্রেভিস, রোমারিও শেপার্ড, বিষ্ণু বিনোদ, নেহাল ওয়াদেরা, মহম্মদ নবি ।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন