নিউজ ডেস্ক - আইপিএল থেকে নিজেদের নাম তুলে নিলেন দুই ইংলিশ ক্রিকেটার। ব্যক্তিগত কারণে আগেই নিজেকে সরিয়ে নিয়ে ছিলেন কলকাতা নাইট রাইডার্সের ওপেনার জেসন রয়। তাঁর অনুপস্থিতিতে কেকেআর দলে নিয়েছে ফিল সল্টকে। আর এইবার আইপিএল থেকে সরে দাঁড়ালেন দিল্লি ক্যাপিটালসের হ্যারি ব্রুক।
প্রথমে তিনিও ব্যক্তিগত কারণে আইপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। কিন্তু পরবর্তী একটি বিবৃতিতে তাঁর সরে দাঁড়ানোর কারণ বিস্তারিত বিবরণ করেন। তাঁর ঠাকুমার মৃত্যুতে শোকাহত তিনি ও তাঁর গোটা পরিবার।তাই এইসময়ে পরিবারের সঙ্গেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এক বিবৃতিতে তিনি লিখেছেন, "আমি এটা নিশ্চিত করতে পারি যে, আমি কঠিন সিদ্ধান্ত নিয়েছি আসন্ন আইপিএল থেকে আমি সরে দাঁড়ানোর। দিল্লি ক্যাপিটালস আমাকে দলে নেওয়াতে খুব উত্তেজিত ছিলাম আমি।দলের সবার সঙ্গে দেখা করতে মুখিয়ে ছিলাম আমি। আমি জানি আমার এই সিদ্ধান্তের পিছনে যে ব্যক্তিগত কারণ রয়েছে তা আমি শেয়ার না করলেও পারতাম। তবে এটাও জানি যে অনেকেই প্রশ্ন তুলবে। তোলার চেষ্টা করবে। তাই আমি নেপথ্য কারণ সবার সঙ্গে শেয়ার করছি।"
ব্রুক আরও বলেন, "আমি গত মাসে আমার ঠাকুমাকে হারিয়েছি। আমার ঠাকুমা আমার কাছে সবথেকে বড় শক্তি ছিলেন। আমার ছোটবেলার দীর্ঘ সময় আমি তার বাড়িতেই কাটিয়েছি। আমার জীবন দর্শন, ক্রিকেটের প্রতি ভালোবাসা সবটাই তাঁর থেকে এবং ঠাকুরদার থেকে শেখা। বাড়িতে থাকলে এমন একটা দিনও যায় না যখন আমি তাকে না দেখে থেকেছি। আমি খুব খুশি যে উনি আমাকে ইংল্যান্ডের হয়ে খেলতে দেখে গেছেন। আমি গর্বিত যে কয়েকটি পুরস্কারও আমি ওনার হাতে তুলে দিতে পেরেছি। আমি জানি বিষয়টি উনি আমার মতোই উপভোই করেছেন।"
ব্রুক আরও যোগ করেন, "আমি ভারতে টেস্ট সিরিজে না খেলতে আসার সিদ্ধান্ত নিই যে রাতে দল ভারত সফরে রওনা দেয় তার আগের রাতেই।আবুধাবি থেকে দলের সঙ্গে আমি ভারত সফরে আসিনি। আমাকে প্রথমে বলা হয়েছিল আমার ঠাকুমা খুব অসুস্থ। তার হাতে খুব বেশি সময় নেই। এরপর তার মৃত্যুতে আমি এবং আমার পরিবার গভীরভাবে শোকাহত।এই পরিস্থিতিতে আমার তাদের সঙ্গে থাকাটা খুব গুরুত্বপূর্ণ। শেষ কয়েক বছরে আমি আমার এবং আমার পরিবারের মানসিক শান্তির বিষয়টিকে অগ্রাধিকার দিয়েছি। আমার পরিবারের থেকে কোন কিছুই আমার কাছে বড় নয়। তাই আমি জানি অনেকের কাছে এই বিষয়টা (নাম প্রত্যাহার) আশ্চর্য মনে হলেও আমার কাছে এটা সঠিক সিদ্ধান্ত। আমি এখনও নবীন। আমার এখনও অনেক বছর ক্রিকেট খেলা বাকি রয়েছে। আমি আশা করব এই বছরগুলোতে আমি আমার সেরাটা উজাড় করে দিতে পারব। সেই সাহায্য আমি পেয়েছি তাঁর জন্য আমি ইসিবি এবং দিল্লি ক্যাপিটালসের কাছে চিরকৃতজ্ঞ।"