এছাড়াও শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার জানেন, আইপিএল তারকা যেমন তৈরি করে, তারকার আসনও কেড়ে নেয়। বুমরা, হার্দিকের মতো সিনিয়র প্লেয়ার তা জানেন ভালো করেই। মুম্বই ইন্ডিয়ান্সের জুনিয়র ক্রিকেট টুর্নামেন্টের পর মালিঙ্গা বলেছেন, "অভিজ্ঞতা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় না। বুমরা, হার্দিক ফর্মের চূড়ায় রয়েছে। বুমরা গত কয়েক মাস টানা টেস্ট ক্রিকেট খেলেছে। চমৎকার পারফর্ম করেছে। সেই সঙ্গে ওর টি-টোয়েন্টি ক্রিকেটের অভিজ্ঞতাও প্রচুর। কী ভাবে সামলাতে হয়, ওরা দু’জনই খুব ভালো জানে। ওদের মতো দু’জনের থাকা মুম্বইয়ের কাছে বিরাট অ্যাডভান্টেজ।"
এরি সাথে বোলারদের ভূমিকা নিয়ে মালিঙ্গা তো বলেই দিয়েছেন, "অনেকেই মনে করেন, টি-টোয়েন্টি আসলে ব্যাটারদের খেলা। কিন্তু আমি আজও মনে করি, ম্যাচ জেতায় বোলাররা। সেই কারণেই আমাদের টিমে দাপুটে বোলার দরকার। যেমন বুমরা। যেমন আকাশ মাধওয়াল। এরা দু’জন ভারতীয় পেসার, যাদের প্রচুর অভিজ্ঞতাও আছে। মুম্বই বরাবরই পেস বোলারদের উপর জোর দিয়েছে। এ বারও আমাদের পেস বোলিং ইউনিট বেশ ভালো।"