হার্দিক এবং বুমরার প্রত্যাবর্তন দেখতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স

নিউজ ডেস্ক -  হার্দিক এবং বুমরার প্রত্যাবর্তন দেখতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স। দু’বছর পর মুম্বইয়ে প্রত্যাবর্তন হতে চলেছে হার্দিকের। এতদিন অলরাউন্ডার ছিলেন।তিনি টিমের জয়ে অবদান রাখতেন। সেই হার্দিক এ বার থাকবেন নেতৃত্বে। টিমের পারফরম্যান্স সরাসরি জুড়ে থাকবে তাঁর সঙ্গে। গত বার চোটের কারণে খেলতে পারেননি বুমরা।  সেই নিখুঁত ইয়র্কার, গতির তারতম্য আবার দেখবে আইপিএল। বুমরা যদি ফিট থাকেন, তা হলে ট্রফির স্বপ্ন দেখতে অসুবিধা হবে না মুম্বইয়ের।

এছাড়াও শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার জানেন, আইপিএল তারকা যেমন তৈরি করে, তারকার আসনও কেড়ে নেয়। বুমরা, হার্দিকের মতো সিনিয়র প্লেয়ার তা জানেন ভালো করেই। মুম্বই ইন্ডিয়ান্সের জুনিয়র ক্রিকেট টুর্নামেন্টের পর মালিঙ্গা বলেছেন, "অভিজ্ঞতা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় না। বুমরা, হার্দিক ফর্মের চূড়ায় রয়েছে। বুমরা গত কয়েক মাস টানা টেস্ট ক্রিকেট খেলেছে। চমৎকার পারফর্ম করেছে। সেই সঙ্গে ওর টি-টোয়েন্টি ক্রিকেটের অভিজ্ঞতাও প্রচুর। কী ভাবে সামলাতে হয়, ওরা দু’জনই খুব ভালো জানে। ওদের মতো দু’জনের থাকা মুম্বইয়ের কাছে বিরাট অ্যাডভান্টেজ।"

এরি সাথে বোলারদের ভূমিকা নিয়ে মালিঙ্গা তো বলেই দিয়েছেন, "অনেকেই মনে করেন, টি-টোয়েন্টি আসলে ব্যাটারদের খেলা। কিন্তু আমি আজও মনে করি, ম্যাচ জেতায় বোলাররা। সেই কারণেই আমাদের টিমে দাপুটে বোলার দরকার। যেমন বুমরা। যেমন আকাশ মাধওয়াল। এরা দু’জন ভারতীয় পেসার, যাদের প্রচুর অভিজ্ঞতাও আছে। মুম্বই বরাবরই পেস বোলারদের উপর জোর দিয়েছে। এ বারও আমাদের পেস বোলিং ইউনিট বেশ ভালো।"

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন