২০২৪ এর লোকসভা নির্বাচনে মোট ভোটারের সংখ্যা কত? জেনে নিন
নিউজ ডেস্ক : রাজনীতির ময়দানে এখন হাড্ডাহাড্ডি লড়াই। ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের নির্ঘন্ট সময় ঘোষণা করেছেন জাতীয় নির্বাচন কমিশন। কমিশন সূত্র অনুযায়ী ,"২০২৪ এর লোকসভা নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৯৬ কোটি ৮৮ লক্ষ। এর মধ্যে প্রথম ভোটারের সংখ্যা প্রায় ১ কোটি ৮৫ লক্ষ। ৮০ বছরের বেশি ভোটারের সংখ্যা প্রায় ১ কোটি ৮৬ লক্ষ। এবারে মহিলা ভোটারের সংখ্যা ৪৭ কোটি ১০ লক্ষ।৮৫ ঊর্ধ্ব ভোটারের সংখ্যা ৮২ লক্ষ। এঁদের ভোটগ্রহণ করা হতে পারে বাড়ি থেকেই। এছাড়া বিশেষ ভাবে সক্ষমদের ক্ষেত্রেও বিশেষ ব্যবস্থা নিচ্ছে কমিশন। বিশেষভাবে সক্ষম, ৮২ ঊর্ধ্বদের ঘর থেকেই ভোটদানের সুবিধে দেওয়ার কথা ভেবেছে কমিশন। ৫৫ লক্ষ ইভিএম ব্যবহার করা হবে এবারের ভোটে। বুথে বুথে থাকবে জলের ব্যবস্থা, হুইল চেয়ার । প্রত্যেক বুথে থাকছে ভোটারদের জন্য হেল্প ডেস্ক ও শৌচালয়" ।