নতুন অর্থবর্ষের প্রথম মাসের অর্ধেক দিন বন্ধ থাকবে সরকারি ও বেসরকারি সকল ব্যাঙ্ক

নিউজ ডেস্ক - সোমবার থেকে শুরু হচ্ছে নতুন অর্থবর্ষ ২০২৪-২৫। আর নতুন অর্থবর্ষের প্রথম মাসের অর্ধেক দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। দেশের সমস্ত সরকার অধীনস্থ ও বেসরকারি ব্যাঙ্ক বন্ধ থাকবে। রিজার্ভ ব্যাঙ্কের ছুটির তালিকায় এপ্রিলে ব্যাঙ্ক বন্ধের বিস্তারিত তালিকা দেওয়া হয়েছে। 

১ এপ্রিল, ২০২৪- আর্থিক বছরের প্রথম মাস এপ্রিল আর সেদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। ৫ এপ্রিল ২০২৪- বাবু জগজীবন রামের জন্মদিন এবং জুম্মাত-উল-বিদা উপলক্ষে তেলেঙ্গানা, জম্মু এবং শ্রীনগরে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। ৯ এপ্রিল ২০২৪- বেলাপুর, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দ্রাবাদ, ইম্ফল, জম্মু, মুম্বাই, নাগপুর, পানাজি এবং শ্রীনগরে গুড়ি পাদওয়া/উগাদি উত্সব/তেলেগু নববর্ষ এবং প্রথম নবরাত্রি উপলক্ষে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে৷ ১০ এপ্রিল ২০২৪- ঈদের কারণে কোচি এবং কেরালায় বন্ধ থাকবে। ১১ এপ্রিল ২০২৪- ঈদের কারণে, সারা দেশে অনেক ব্যাঙ্ক বন্ধ থাকবে, কিন্তু চণ্ডীগড়, গ্যাংটক, ইম্ফল, কোচি, সিমলা, তিরুবনন্তপুরমের ব্যাঙ্কগুলি খোলা থাকবে। ১৫ এপ্রিল ২০২৪- বাংলায় নববর্ষ হওয়ায় বাংলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। এছাড়া হিমাচল দিবসের কারণে গুয়াহাটি এবং সিমলার ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১৭ এপ্রিল ২০২৪- রাম নবমী ১৭ এপ্রিল। রাম নবমী উপলক্ষে আহমেদাবাদ, বেলাপুর, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, দেরাদুন, গ্যাংটক, হায়দরাবাদ, জয়পুর, কানপুর, লখনউ, পাটনা, রাঁচি, সিমলা, মুম্বাই এবং নাগপুরে ব্যাঙ্ক খুলবে না। ২০ এপ্রিল ২০২৪- গড়িয়া পূজা উপলক্ষে আগরতলায় ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।

পশ্চিমবঙ্গে দ্বিতীয় ও চতুর্থ শনিবার ছাড়া আরও ৪ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। সেগুলি হল, ১০ ও ১১ এপ্রিল ইদ এবং ১৪ এপ্রিল বাংলা নববর্ষ ও আম্বেদকরের জন্মদিন।

উক্ত দিনগুলিতে ব্যাঙ্ক বন্ধ থাকলেও গ্রাহকেরা মোবাইল বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ব্যাঙ্কিং পরিষেবা ব্যবহার করতে পারেন। নগদ তোলার জন্য এটিএম ব্যবহার করতে পারেন। এছাড়া ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ডের মাধ্যমে গ্রাহকরা সহজেই নিজেদের লেনদেন করতে পারবেন।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন