নিউজ ডেস্ক: ভোরের দিকে হালকা ঠান্ডা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই চড়ছে তাপমাত্রার পারদ। দুপুরের সময়ে ভ্যাপসা গরমে ইতিমধ্যেই নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। তবে কি মার্চের বসন্তেই অস্বস্তিকর গরম অনুভূত হতে চলেছে নাকি স্বস্তি ফিরবে বৃষ্টিপাতে, কি বলছে হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আবহাওয়া আপাতত শুষ্ক থাকবে। উত্তর পশ্চিমে হালকা হাওয়া বইতে পারে। আগামী তিনদিনে সামান্য কমতে পারে তাপমাত্রার পারদ। চবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে তাপমাত্রা। দক্ষিণবঙ্গ আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই।
একনজরে দেখে নিন কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে কেমন থাকবে আবহাওয়া
কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বুধবার মূলত আকাশ পরিষ্কার থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দিনের বেলায় গরম।রাতের দিকে সামান্য কমতে পারে তাপমাত্রা।
মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১°সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১° কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৭° সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ৩° বাশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৮৯ শতাংশ এবং সর্বনিম্ন ৪৬ শতাংশ। বুধবার ও একই আবহাওয়া অনুভূত হবে ।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গ জুড়ে আপাতত অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই। সকাল সন্ধ্যায় তাপমাত্রা কমলেও দিনের বেলায় বাড়বে তাপমাত্রা। আগামী তিন দিন দু থেকে তিন ডিগ্রি কমলেও সপ্তাহের শেষে এক ধাক্কায় অনেকটা বাড়তে পারে তাপমাত্রার পারদ,এমনটাই হাওয়া অফিস সূত্রে খবর।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের দার্জিলিং ও তার পার্শ্ববর্তী পার্বত্য এলাকায় আগামী বৃহস্পতি ও শুক্রবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া আর কোন জেলায় আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী তিন দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে কমবে তাপমাত্রা তবে দক্ষিণবঙ্গের মতোই সপ্তাহ শেষে তাপমাত্রা বাড়ার আশঙ্কা থাকছে । ফলে স্বাভাবিক ভাবেই রাজ্যজুড়ে মার্চের প্রথম সপ্তাহে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।