নিউজ ডেস্ক - গুরুত্বর আহত অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাসূত্রে যে ছবি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর কপাল দিয়ে রক্ত পড়ছে। ও খুব গভীর আঘাত পেয়েছেন তিনি। সূত্র অনুযায়ী, এদিন নিজের বাড়িতেই হাঁটার সময় কোনওভাবে পড়ে যান তিনি । তা থেকেই এই গভীর চোট। রক্তাক্ত হন খুব। সেই রক্তাত্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসা শুরু হয়। যদিও ডাক্তার তাঁকে ১০দিনের বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন বলে জানা গেছে।
এদিন এমন ঘটনার পর একে একে পরিবারের লোকজন হাসপাতালে আসতে শুরু করেন। পরিবারের পাশাপাশি দলের বিভিন্ন সদস্যরাও এসে দেখা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে। এমনকি ভিতরে রয়েছেন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। উল্লেখ্য যে, বেশ কিছুদিন ধরেই পায়ের সমস্যায় ভুগছিলেন মমতা বন্দোপাধ্যায়। নির্বাচনের আগে তাঁর এমন ঘটনায় চিন্তিত রয়েছেন দলের বহু সদস্য।