লোকসভা নির্বাচনের আগে দেশবাসীর উদ্দেশ্যে মোদীর খোলা চিঠি
নিউজ ডেস্ক : সামনেই ভোট। নির্বাচন নির্ঘন্ট ঘোষণার আর মাত্র কয়েক ঘণ্টা। আর তার আগেই দেশবাসীকে খোলা চিঠি লিখে ফের বিকশিত ভারতের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।চিঠিতে তিনি দেশের সকল জনগনকে "পরিবারের সদস্য" বলে সম্মোধন করেছেন। সেখানে তিনি গত ১০ বছরের উন্নয়নের কথা তুলে ধরেছেন।
চিঠিতে মোদী লিখেছেন, 'সাধারণ মানুষের জীবনে যে পরিবর্তন ঘটেছে, তা গত ১০ বছরে আমাদের সরকারের বড় কৃতিত্ব। সরকারের আন্তরিক প্রচেষ্টার ফলেই এটা সম্ভব হয়েছে।গরিব, কৃষক,যুবক, মহিলাদের জীবনধারা উন্নত করেছে।'পাশাপাশি তিনি আবাস যোজনা, আয়ূষ্মান ভারতের কথা তুলে ধরেছেন। এক ই সাথে ৩৭০ ধারা রদ, জিএসটি চালু, মহিলা সংরক্ষন বিল সংক্রান্ত আরও বিষয়গুলো নিয়ে ব্যাখা দিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী দিনে ভারতের উন্নয়ন নিয়ে লিখেছেন তিনি। সেই উন্নয়ন যজ্ঞে শামিল হতে সকল দেশবাসীকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নিজেই।