নিউজ ডেস্ক: করোনা কালে কোথায় ছিলেন? লকেটকে প্রশ্ন শ্রমিক পরিবারের।
চটকলের শ্রমিক পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে এমন প্রশ্নের মুখোমুখি হতে হল হুগলি লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা আসন্ন লোকসভা নির্বাচনের বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে।
গত কয়েকদিন ধরেই হুগলির ভদ্রেশ্বরে শ্যামনগর চটকলে অচলাবস্থা চলছে। বন্ধ রয়েছে কাজ।পরিবারের সদস্যদের নিয়ে জুট মিলের গেটের সামনে ধর্নায় বসেন শ্রমিকরা। সোমবার সেই শ্রমিক পরিবারের সঙ্গে দেখা করতেই হাজির হন লকেট।
শ্রমিক পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে তাদের সমস্যা অভাব অভিযোগের কথা শোনেন বিজেপি নেত্রী। তাকে সামনে পেয়ে কান্নায় ভেঙে পড়েন এক বৃদ্ধা। তাকে জড়িয়ে ধরে সাত্বনা দিতে যান লকেট। তখনই অপ্রীতিকর প্রশ্নের মুখোমুখি হতে হয় লকেট চট্টোপাধ্যায়কে।
বৃদ্ধাকে সাত্বনা দেওয়ার সময় পাশে দাঁড়িয়ে থাকা এক মহিলা লকেটের উদ্দেশ্যে প্রশ্ন করেন ' আগে ছয় মাসের উপরে মিল বন্ধ ছিল। তখন তো কেউ আসেননি। কোভিড চলে গেল। আপনারা কোথায় ছিলেন?’
সেই কথা শুনে লকেট তৎক্ষণাৎ প্রতিবাদ করেন মহিলাকে বলেন ‘কোভিডের সময়েও আমি এসেছিলাম।’ কয়েকজন মহিলাকে তাকে সমর্থন করতেও দেখা যায়।
পরে সাংসদ লকেট চট্টোপাধ্যায় সাংবাদিকদের জানান, ‘ শ্রমিক পরিবারগুলির সঙ্গে দেখা করতে এসেছিলাম। যাঁদের দিয়ে মিল চলে, সেই শ্রমিকরাই আজ রাস্তায় বসে রয়েছেন। আর তৃণমূলের নেতারা কোথায় রয়েছেন? তাঁরা সম্পত্তির মালিক হয়ে গিয়েছেন। শ্রমিকদের জন্য আমরা সবসময় আছি, আগামীতেও থাকব।’