সোনার দাম বাড়লেও , কমলো রুপোর ও প্লাটিনামের দাম


নিউজ ডেস্ক - কিছুদিন পর লোকসভা নির্বাচন কিন্তু তার আগে চড়চড় করে বাড়ছে সোনার দাম। তবে, গত সপ্তাহে সোনার দামে যে প্রচণ্ড ঊর্ধ্বগতি দেখা গেলেও, চলতি সপ্তাহে তা কিছুটা থিতিয়ে পড়েছে। তা সত্ত্বেও পরিস্থতি শোচনীয়। গত একমাসে সোনার দাম প্রতি গ্রামে প্রায় ৫০০ টাকা বেড়েছে । সোনার দামের সাথে সাথে বাড়ছে রুপোর দামও। তবে, এদিন এক লাফে অনেকটাই কমেছে প্ল্যাটিনামের দাম। 

বৃহস্পতিবার ২৫ টাকা (প্রতি গ্রামে) বেড়েছিল ২২ কেজি সোনার দাম। শুক্রবার তার থেকে মাত্র ১ টাকা দাম বেড়েছে। ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম এইদিন রয়েছে ৬,০৬১ টাকায়।

২৪ ক্য়ারেটের সোনার দাম ১ টাকাই বেড়েছে। ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ ৬,৬১২ টাকা।

১৮ ক্যারেটের সোনার দামও ওই ১ টাকাই বেড়েছে। এদিন ১৮ ক্যারেটের ১ গ্রাম সোনা কিনতে গেলে খরচ হবে ৪,৯৫৯ টাকা।

কিন্তু দাম খুব বেশি বাড়েনি রুপোর, মাত্র ১০ পয়সা। ১ গ্রাম রুপোর দাম এদিন রয়েছে ৭৭.১ টাকা।

সোনা ও রুপোর দামে খুব বেশি পরিবর্তন না ঘটলেও, এদিন অনেকটা দাম কমেছে প্ল্যাটিনামের। বৃহস্পতিবার, কলকাতায় প্রতি গ্রামে ৪৫ টাকা দাম বেড়েছিল। ১ গ্রাম প্ল্যাটিনামের দাম ছিল ২,৪৯৮ টাকা। এদিন, তা ২৯ টাকা কমে হয়েছে ২,৪৬৯ টাকা।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন