নিউজ ডেস্ক - আর ও একবার হামলার মুখোমুখি হতে হলো । কিন্তু হামলা একটি এক্সপ্রেসে হয়নি বরং চারটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনকে লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনা ঘটল দক্ষিণ ভারতে। রিপোর্ট অনুযায়ী, ঘটনাগুলি ঘটেছে কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশে এবং সবকটি ঘটনাই দক্ষিণপশ্চিম রেল জোনের মধ্যেই ঘটেছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় পৃথক ৩টি মামলা রুজু করার পর তদন্ত শুরু করা হয়েছে।
সূত্রের খবর , কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশে গত রবিবার বেঙ্গালুরু ডিভিশনে পাথর ছোড়ার ঘটনায় ট্রেনের দু'টি জানলার কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে।
এই ঘটনাটি রবিবার সকাল ৬টা ১৫ মিনিটে প্রথম ঘটে। এই বন্দে ভারতটি বেঙ্গালুরু থেকে ধারওয়াড়ের দিকে যাচ্ছিল। ট্রেনটি চিক্কাবনাভরা স্টেশন পার করতেই এই ঘটনা ঘটে। দ্বিতীয় ঘটনা ঘটে রবিবারই দুপুর ৩টে ২০ মিনিট সময়ে। সেই ট্রেনটি ধারওয়াড় থেকে বেঙ্গালুরুর দিকে যাচ্ছিল।
অপরদিকে তৃতীয় ঘটনাটি ঘটে বিকেল সাড়ে ৪টে নাগাদ। সেই ট্রেনটি মাইসোর থেকে চেন্নাইয়ের দিকে যাচ্ছিল। এই তৃতীয় ট্রেনটি যখন অন্ধ্রপ্রদেশের কুপ্পম স্টেশন পার করে, তখন এই ঘটনাটি ঘটেছে।এবং সেদিনেই রাত ৮টার সময়ে চতুর্থ পাথর ছোড়ার ঘটনাটি ঘটে। যখন অন্ধ্রের অনন্তপুরম জেলার ধর্মভরাম জংশন পার করে, তখন পাথর ছোড়া হয় বন্দে ভারতটিকে লক্ষ্য করে।
ইতিম্যেই অপরাধীদের চিহ্নিত করতে তদন্ত শুরু করে হয়ে গিয়েছে। একই দিনে ৪টি বন্দে ভারতের ওপর হামলা হওয়ার ঘটনার পর থেকেই স্পর্শকাতর এলাকাগুলিতে টহলদারি বাড়িয়েছে রেল সুরক্ষা বাহিনী বা আরপিএফ।