নিউজ ডেস্ক -মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন যে পঞ্চাশ দিনের কাজ করলেই মিলবে ১০০ দিনের সমান টাকা। তিনি জানালেন যে , আগামী এপ্রিল-মে থেকেই সেই ‘কর্মশ্রী’ প্রকল্পের সূচনা করা হবে এবং যাঁরা জবকার্ড হোল্ডার, তাঁরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন । তিনি বলেছেন, "যেহেতু কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে, তাই আমরা একটা নতুন কাজ করছি। ১০০ দিনের কাজ নামটা থাকলও ৩০-৩৫ দিনের বেশি কোনও বছর কাজ হত না। আর বাংলাই এক নম্বরে ছিল।"
Tags
WEST BENGAL