নিউজ ডেস্ক - সোমবার দুপুর ১২টা নাগাদ শীতলপুর মোড়ের কাছে ট্রাকটি দাঁড়িয়েছিল। সেইসময়ে ট্রাকের ভিতরে স্টোভ জ্বালিয়ে দুপুরের খবর রান্না করা হচ্ছিল। সেই সময় ট্রাকের ভিতরে ছিলেন চালক খালাসি-সহ ৩ জন।
কিন্তু স্টোভ জ্বালিয়ে ট্রাকের ভিতরে রান্না করার সময় ঘটল অঘটন। স্টোভ ফেটে আগুন লেগে যায় ট্রাকে। ঘটনায় ট্রাকের চালক সহ আহত হয়েছেন ৩ জনই। তাদের উদ্ধার করে সেইমুহূর্তেই চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের কাছে উখড়া-হরিপুর রোডের শীতলপুর মোড় এলাকায়। সোমবার দুপুরে এমন ঘটনাকে কেন্দ্র করে এলাকায় প্রচুর পরিমাণে চাঞ্চল্য ছড়ায়।
স্থানীয় এবং পুলিশ সূত্রে খবর, দাঁড়িয়ে থাকা ট্রাকে আচমকা স্টোভে বিস্ফোরণ ঘটে কেবিনে আগুন ধরে যায়। আশেপাশে দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। তাড়াতাড়ি আগুন লাগার খবর পেয়ে সেখানে পৌঁছন স্থানীয়রা।
পাশাপাশি সেখানে দাঁড়িয়ে থাকা অন্যান্য ট্রাকের চালক এবং খালাসিরাও সেখানে পৌঁছন। দ্রুততার সঙ্গে তারা জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। শেষ পর্যন্ত কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বনবহাল ফাঁড়ির পুলিশ। দ্রুত ট্রাকের চালক এবং অন্যান্য আহতদের উদ্ধার করে পুলিশ হাসপাতালে নিয়ে যায়।
পুলিশ সূত্রে আরও খবর , আহতদের নাম হল নিন্দি কুমার যাদব, সন্তোষ কুমার যাদব এবং নিশিত কুমার যাদব। পুলিশ তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে খান্দরা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। কিন্তু, তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাদের অন্ডাল মোড়ের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।