২৯ ফেব্রুয়ারি, অর্থাৎ এক মাস আগে ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ছিল ৫৭,৫৯০ টাকা। আর একমাস পরে, আজ, সেই দাম গিয়ে ঠেকেছে ৬১,৭১০ টাকায়। বৃহস্পতিবারের তুলনায় প্রতি ১০ গ্রামে দাম বেড়েছে ১০ টাকা ।
একইরকম ভাবে গতকালের তুলনায় ১০ টাকাই বেড়েছে ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দামও। ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম আজ, ৬৭,৩২০ টাকা। যার দাম ঠিক এক মাস আগে ছিল ৬২,৮৩০ টাকা।
১৮ ক্যারেটের ১০ গ্রাম সোনার দামও গতকালের তুলনায় ওই ১০ টাকাই বেড়েছে। এদিন ১৮ ক্যারেটের ১০ গ্রাম সোনা কিনতে গেলে খরচ হবে ৫০,৪৯০ টাকা।
গত একদিনে ১ কেজি রুপোর দাম বেড়েছে ১০০ টাকা। ১ কেজি রুপোর দাম এদিন রয়েছে ৭৭,৬০০ টাকা। একমাস আগে, অর্থাৎ, ২৯ ফেব্রুয়ারি ১ কেজি রুপোর দাম ছিল ৭৪,২০০ টাকা।
আর এইদিন দাম বেড়েছে প্ল্যাটিনামেরও। এদিন ১ গ্রাম প্ল্যাটিনামের দাম ২৭ টাকা বেড়ে হয়েছে ২,৪৩৩ টাকা। এক মাস, আগে ১ গ্রাম প্ল্যাটিনামের দাম ছিল ২,৩৪৫ টাকা। তবে, গত একমাসের মধ্যে প্ল্যাটিনামের দাম সর্বোচ্চ ছিল ১৪ মার্চ। ওই দিন ১ গ্রাম প্ল্যাটিনামের দাম ছিল ২,৪৯৮ টাকা।