২০২৩-২৪ অর্থবর্ষ শেষ হতে আর দুদিন বাকি কিন্তু সোনা রুপোর ও প্ল্যাটিনামের দাম বেড়েই চলেছে

নিউজ ডেস্ক - আর দুদিন পর শেষ হতে চলেছে ২০২৩-২৪ অর্থবর্ষ। আর সামনেই লোকসভা নির্বাচন। এই অবস্থাতে আবার চড়চড় করে বাড়ছে সোনার দাম। ২১ মার্চ এক ধাক্কায় অনেকটা বেড়েছিল সোনার দাম। তারপর সপ্তাহ ভর কিছুটা হলেও দাম কমছিল। তবে, ফের গত তিনদিন ধরে দামের ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। এরসাথেও পাল্লা দিয়ে বাড়ছে রুপোর দামও। একই ছবি দেখা যাচ্ছে আরেক মূল্যবান ধাতু, প্ল্যাটিনামের দামেও। 

২৯ ফেব্রুয়ারি, অর্থাৎ এক মাস আগে ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ছিল ৫৭,৫৯০ টাকা। আর একমাস পরে, আজ, সেই দাম গিয়ে ঠেকেছে ৬১,৭১০ টাকায়। বৃহস্পতিবারের তুলনায় প্রতি ১০ গ্রামে দাম বেড়েছে ১০ টাকা ।

একইরকম ভাবে গতকালের তুলনায় ১০ টাকাই বেড়েছে ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দামও। ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম আজ, ৬৭,৩২০ টাকা। যার দাম ঠিক এক মাস আগে  ছিল ৬২,৮৩০ টাকা।

১৮ ক্যারেটের ১০ গ্রাম সোনার দামও গতকালের তুলনায় ওই ১০ টাকাই বেড়েছে। এদিন ১৮ ক্যারেটের ১০ গ্রাম সোনা কিনতে গেলে খরচ হবে ৫০,৪৯০ টাকা।

গত একদিনে ১ কেজি রুপোর দাম বেড়েছে ১০০ টাকা। ১ কেজি রুপোর দাম এদিন রয়েছে ৭৭,৬০০ টাকা। একমাস আগে, অর্থাৎ, ২৯ ফেব্রুয়ারি ১ কেজি রুপোর দাম ছিল ৭৪,২০০ টাকা।

আর এইদিন দাম বেড়েছে প্ল্যাটিনামেরও। এদিন ১ গ্রাম প্ল্যাটিনামের দাম ২৭ টাকা বেড়ে হয়েছে ২,৪৩৩ টাকা। এক মাস, আগে ১ গ্রাম প্ল্যাটিনামের দাম ছিল ২,৩৪৫ টাকা। তবে, গত একমাসের মধ্যে প্ল্যাটিনামের দাম সর্বোচ্চ ছিল ১৪ মার্চ। ওই দিন ১ গ্রাম প্ল্যাটিনামের দাম ছিল ২,৪৯৮ টাকা।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন