গ্রেপ্তার আইসিসের দুই জঙ্গি , ধৃতদের এনআইএ-র হাতে তুলে দেওয়া হবে

নিউজ ডেস্ক - ভারতে বড়সড় হামলা চালানোর লক্ষ্যেই কাঁটাতারের ওপার থেকে ভারতে ঢুকেছিল দুইজন। কিন্তু গোয়েন্দাদের তৎপরতায় ভেস্তে গেল সেই পরিকল্পনা। পুলিশের হাতে ধরা পড়ল দুই আইসিস জঙ্গি। ধৃতদের মধ্যে একজন ভারতে আইসিস জঙ্গি গোষ্ঠীর প্রধান, অপরজন তাঁর সঙ্গী। মঙ্গলবার ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে অসমের ধুবরি জেলা থেকে গ্রেফতার করা হয় ওই দুই জঙ্গিকে। ধৃতদের এনআইএ-র হাতে তুলে দেওয়া হবে। 

অসম পুলিশের টাস্ক ফোর্স গোপন সূত্রে খবর এই বিরাট অভিযান চালায়। আর তাতেই দেখা যায় সাফল্য। ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে ধুবরি জেলার ধর্মশালা এলাকা থেকে দুই আইসিস জঙ্গিকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম হরিশ ফারুকি ওরফে হরিশ আজমল ফারুকি এবং অনুরাগ সিং। ভারতে আইসিস সংগঠনের প্রধান ফারুকি। অপর জঙ্গির নাম অনুরাগ সিং ওরফে রেহান। জানা গিয়েছে, পানিপথের বাসিন্দা অনুরাগ ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়েছে। তাঁর স্ত্রী বাংলাদেশের নাগরিক।

আইসিস জঙ্গি গ্রেফতারি সম্পর্কে তথ্য জানাতে গিয়ে অসম পুলিশের মুখ্য জনসংযোগ অফিসার প্রণবজ্যোতি গোস্বামী বলেন, “ধৃত জঙ্গিরা ভারতে নতুন জঙ্গি নিয়োগ, সন্ত্রাসবাদে আর্থিক মদত জোগাড় করতেই এসেছিল। দেশের একাধিক জায়গায় আইইডি বিস্ফোরণ ঘটানোরও পরিকল্পনা ছিল তাদের। অভিযুক্তদের নামে দিল্লির এনআইএ, লখনউ এটিএসের একাধিক মামলাও রয়েছে। গোপন সূত্রে খবর পেয়েই অভিযান চালায় অসম এসটিএফ। জঙ্গিরা যখন ভারতে অনুপ্রবেশ করছিল, সেই সময়ই তাদের হাতেনাতে ধরা হয়। ধৃত জঙ্গিদের এনআইএ-র হাতে তুলে দেওয়া হবে।”

 আরও জানা গিয়েছে যে, ফারুকি ও অনুরাগ-উভয়ই আইসিসের থেকে উচ্চ প্রশিক্ষিত। ভারতে আইসিস জঙ্গি নিয়োগ, সন্ত্রাসবাদী কার্যকলাপে আর্থিক মদত সংগ্রহ ও সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন