আগেই দুই দফায় প্রার্থী তালিকা ঘোষণা ইতিমধ্যে করেছে কংগ্রেস। প্রথম দফায় ৩৯ ও দ্বিতীয় দফায় ৪৩ জন প্রার্থী তালিকা প্রকাশ করেছে কংগ্রেস। আজ, তৃতীয় দফায় প্রার্থী তালিকা প্রকাশ হতে পারে। গতকালই কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটি প্রার্থী তালিকায় সিলমোহর দিয়েছে। কংগ্রেস নেতা জয়বর্ধন সিং জানিয়েছেন, পশ্চিমবঙ্গ, অরুণাচল প্রদেশ ও সিকিমে আসন ভাগাভাগি ও প্রার্থী তালিকা নিয়ে মূলত আলোচনা হয়েছে।
সূত্রের মারফত জানা যাচ্ছে , পশ্চিমবঙ্গে ১২টি আসনে লড়তে পারে কংগ্রেস। তবে কোন কোন আসনে তারা লড়বেন, সে বিষয়ে এখনও জানা যায়নি। সম্ভাব্য প্রার্থী হতে পারেন অধীর রঞ্জন চৌধুরী, নেপাল মাহাতো, প্রদীপ ভট্টাচার্যের মতো নেতাদের নাম।
কিন্তু জল্পনা দেখা যাচ্ছে যে, প্রতিবারের মতো বহরমপুর থেকেই এবার লড়তে পারেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। পুরুলিয়া থেকে লড়তে পারেন নেপাল মাহাতো। রায়গঞ্জ থেকে লড়তে পারেন ইমরান আলি রামজ ভিক্টর। দার্জিলিং থেকে লড়তে পারেন বিনয় তামাং। শঙ্কর মালাকারের নামও থাকতে পারে প্রার্থী তালিকায়। কলকাতা উত্তর থেকে লড়তে পারেন প্রদীপ ভট্টাচার্য। মালদা দক্ষিণ থেকে লড়তে পারেন ইশা খান চৌধুরী। মালদা উত্তর থেকে লড়তে পারেন আলম মোস্তাক ।বাংলা ছাড়াও আজ কর্নাটকের প্রার্থী তালিকাও ঘোষণা করতে পারে কংগ্রেস।