নিউজ ডেস্ক - দোলের দিনও বাদ পরল না দুর্ঘটনা। পিকআপ ভ্যানের ধাক্কায় মর্মান্তিক ভাবে মৃত্যু হল চার বছরের শিশুর। পিকআপ ভ্যানটি পুরপুরি ভাবে পিষে দেয় বাচ্চাটিকে। তারপরই উত্তেজিত জনতা আগুন ধরিয়ে দেয় গাড়িতে। মাঝরাস্তায় দাউ দাউ করে জ্বলতে থাকে তা। ঘটনা ঘিরে অগ্নিগর্ভ হয়ে ওঠে রাজগঞ্জের আমবাড়ি ফালাকাটা এলাকা। পুলিশ ঘটনাস্থলে এলেও পরিস্থিতি সামাল দিতে যথেষ্ট চেষ্টা করতে হয়ে।
ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ ব্লকের বিন্নাগুরি গ্রামপঞ্চায়েতের আমবাড়ি ফালাকাটা সংলগ্ন ৯ নম্বর কলোনিতে। এলাকায় সোমবার দোলের উৎসব চলছিল। এলাকা বাসিন্দারা রঙের খেলায় মেতে। অভিযোগ, এরইমধ্যে একটি পিকআপ ভ্যান এলাকা দিয়ে যাওয়ার সময় চার বছরের এক শিশুকে পিষে দেয়।
এরপরই ক্ষিপ্ত এলাকা বাসিন্দা আগুন ধরিয়ে দেয় পিকআপ ভ্যানে। পরিস্থিতি সামাল দিতে আমবাড়ি ফালাকাটা পুলিশ ফাঁড়ির পুলিশ এলে ক্ষিপ্ত জনতা পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকেন। মাঝরাস্তায় যখন দাউ দাউ করে জ্বলছে গাড়ি তখন খবর পেয়ে ঘটনাস্থলে এসে হাজির হয় দমকলের ইঞ্জিন। দমকল কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনার পরই ক্ষিপ্ত জনতা গাড়ির চালককে আটকে মারধর করে বলে অভিযোগ। পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য এলাকায় বিশাল পুলিশের টিম নিয়োগ করা হয়।